মায়ামিতে যোগ দিলে মালিকানাও পাবেন মেসি
<![CDATA[
পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবার বাকি আরো ৭ মাস। কিন্তু এখনই লিওনেল মেসির দলবদল নিয়ে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘদিনের গুঞ্জন, ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন মেসি, পাবেন মালিকানাও। সম্প্রতি সেই আলোচনা নতুন করে সামনে এসেছে। যদিও ইন্টার মায়ামিতে যোগ দেয়ার বিষয়ে ক্লাবটির মহাব্যবস্থাপক সরাসরি কোনো মন্তব্য করেননি।
মেসি-রোনালদো এক ক্লাবে খেলবেন। কি স্বপ্ন মনে হচ্ছে? এই স্বপ্নটাই বাস্তবে রুপ দিতে চান ইংল্যান্ডের কিংবদন্তী ডেভিড বেকহ্যাম। বুট তুলে রাখার পর, বেকহ্যামের নতুন পরিচয় সবার জানা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির স্বত্ত্বাধিকারী ও প্রেসিডেন্ট এই ম্যান ইউনাইটেড লেজেন্ড। ২০১৮ সালে আত্মপ্রকাশ করে ক্লাবটি। মেসি-রোনালদো ক্যারিয়ার শেষ করবেন যুক্তরাষ্ট্রের এই ক্লাবেই, গণমাধ্যমে অনেকবারই শোনা গেছে এই গুঞ্জন।
যদিও রোনালদোর বিষয়ে এই মুহূর্তে কোনো আলোচনা নেই। তবে ২০২৩ এর জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। হুয়ান লাপোর্তা চাইছেন তাকে ক্যাম্প ন্যু’তে ফেরাতে। তবে আদতেই সেটা তার চাওয়া নাকি পাবলিসিটি স্টান্ট তা বোঝা দায়। এদিকে ইংল্যান্ডের প্রভাবশালী এক সংবাদ মাধ্যমের খবর, পিএসজির পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিবেন মেসি। তারা এও জানিয়েছে ইন্টার মায়ামির ৩৫ শতাংশ মালিকানাও দেয়া হবে আর্জেন্টাইন মহাতারকাকে।
আরও পড়ুন: আর্জেন্টিনার ২৮ ফুটবলার চূড়ান্ত, বাদ পড়ছেন কোন দুইজন?
এ বিষয়ে কয়েক দফা গোপন আলোচনাও হয়েছে বলে জানা গেছে। যদিও মেসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। মেসিকে আকৃষ্ট করছে ইন্টার মায়ামির উচ্চাভিলাসী পরিকল্পনা। আগামী কয়েক বছরে স্টেডিয়ামসহ নানা খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় মায়ামি কর্তৃপক্ষ।
মেসি আসলেই ইন্টার মায়ামিতে যোগ দেবেন কি না বিষয়টি জানতে চাওয়া হয় ক্লাবটির মহাব্যবস্থাপক ক্রিস হেন্ডারসনের কাছে। বেশ কৌশলী জবাব দিয়েছেন এই সংগঠক।
আরও পড়ুন: এক ফুটবলার নিয়েই কাতারে আর্জেন্টিনা
হেন্ডারসন বলেন, ‘আমি জানতাম মেসির বিষয়টি আসবে। তার মতো একজন গ্রেট খেলোয়াড়ের সঙ্গে আমাদের ক্লাবের নাম আসছে এটাই অনেক বড় ব্যাপার। মেসি যে দলে যোগ দিবে, সেখানে আমূল পরিবর্তন আসবে। শুধু তাই না, মেসি যে লিগে খেলবে সেখানেও অনেক পরিবর্তন আপনি দেখতে পাবেন।’
আপাতত মেসির সব মনোযোগ কাতার বিশ্বকাপ নিয়ে। এরপরই চূড়ান্ত করবেন পিএসজির পর কোন ক্লাবে যোগ দিবেন। অনেকেরই ধারণা জানুয়ারিতে ইন্টার মায়ামির সঙ্গে প্রি কন্ট্র্যাক্টও সাক্ষর করতে পারেন মেসি।
]]>




