খেলা

মার্কিন পুলিশের হাতে এক বছরে ১১৭৬ প্রাণহানি

<![CDATA[

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহতের সংখ্যা প্রতিবছরই যেন বাড়ছে। ২০২২ সালেও দেশটিতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিদিন গড়ে তিনজনেরও বেশি মানুষ হত্যা করেছেন। কেবল ২০২২ সালেই দেশটিতে পুলিশের হাতে অন্তত ১ হাজার ১৭৬ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রে পুলিশি সহিংসতা নিয়ে কাজ করা ওয়েবসাইট ম্যাপিং পুলিশ ভায়োলেন্সের দেয়া তথ্যানুসারে, ২০২২ সালে প্রতিমাসে প্রায় ১০০ জন করে মানুষ পুলিশের হাতে প্রাণ হারিয়েছে। নিহতদের অধিকাংশই পুলিশের বাধা, বৈদ্যুতি শক, গুলি এবং মারধরের কারণে প্রাণ হারিয়েছে।

ম্যাপিং পুলিশ ভায়োলেন্সের দেয়া তথ্যানুসারে, ২০২২ সালে পুলিশের হাতে ২০২১ সালের চেয়ে অন্তত ৩১ জন বেশি প্রাণ হারিয়েছেন। ২০২১ সালে পুলিশের হাতে নিহত হয়েছিল ১ হাজার ১৪৫ জন। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ জনে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাড়ছে মৃত্যু

তার আগে, ২০২০ সালে পুলিশের হাতে প্রাণ হারিয়েছিল ১ হাজার ১৫২ জন, ২০১৯ সালে ১ হাজার ৯৭ জন, ২০১৮ সালে ১ হাজার ১৪০ জন এবং ২০১৭ সালে প্রাণ হারিয়েছে ১ হাজার ৮৯ জন। সুতরাং বিগত পাঁচ বছরের ইতিহাসে ২০২২ সালেই সর্বোচ্চ মানুষ প্রাণ হারিয়েছেন পুলিশের হাতে।

২০২২ সালে পুলিশের হাতে নিহত মোট সংখ্যার ১৩২ জনকে কোনো কারণ ছাড়াই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ম্যাপিং পুলিশ ভায়োলেন্স। ১০৪ জনের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল, ৮৯ জনকে হত্যা করা হয়েছে স্রেফ ট্রাফিক আইন ভঙ্গ করায়। হত্যাকাণ্ডের শিকার ২০৭ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে কোনো সহিংসতার অভিযোগ ছিল না। নিহতদের মধ্যে ১২৮ জনের ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র থাকার কারণে ঝুঁকিতে পড়েছিল। ৩০৭ জনের বিরুদ্ধে এর চেয়েও ভয়াবহ অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। এর বাইরে, হত্যাকাণ্ডের শিকার ১২৮ জনের বিরুদ্ধে পারিবারিক ঝামেলার অভিযোগ ছিল। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!