মার্কিন বিমানের ১০ ফুটের মধ্যে এসে উসকানি দিয়েছে চীনা যুদ্ধবিমান: ওয়াশিংটন
<![CDATA[
দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায় চীনের একটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি পরিবহন বিমানের ১০ ফুটের মধ্যে চলে এসেছিল বলে দাবি করেছে ওয়াশিংটন। কেবল তাই নয়, চীনা যুদ্ধবিমানটি উসকানিমূলক আচরণও করেছে বলে দাবি তাদের।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি সাম্প্রতিক নয় বরং এক সপ্তাহেরও বেশি আগের। মার্কিন সামরিক বিভাগ পেন্টাগনের দাবি, গত ২১ ডিসেম্বর চীনা যুদ্ধবিমানটি মার্কিন বিমানের কাছে গিয়ে সেখান থেকে অন্য রুটে চলে যেতে বাধ্য করে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত ২১ ডিসেম্বর দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর জে-১১ যুদ্ধবিমান এবং যু্ক্তরাষ্ট্রের বিমানবাহিনীর আরসি-১৩ পরিবহন বিমানের মধ্যে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে ৪৩ চীনা যুদ্ধবিমান: তাইপে
বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী বলেছে, ‘আমরা আশা করি, ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলের সব দেশই আন্তর্জাতিক আইন অনুসারে আন্তর্জাতিক আকাশসীমা নিরাপদভাবে ব্যবহার করবে।’
মার্কিন সশস্ত্রবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘চীনা যুদ্ধবিমানটি আমাদের বিমানের ডানা থেকে মাত্র ১০ ফুট দূরে ছিল এবং আমাদের বিমানের সম্মুখভাগ থেকে ২০ ফুট দূরে। যার কারণে আমাদের বিমানটিকে সেখান থেকে অন্য পথ নিতে হয়েছে সংঘর্ষ এড়াতে।
মার্কিন প্রশাসন বিষয়টির নিন্দা করে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। এই বিষয়ে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, বিষয়টি চীনা সরকারকে জানানো হয়েছে।
]]>




