মার্কিন ২ নাগরিককে মুক্তি দিল তালেবানরা
<![CDATA[
আফগানিস্তানে আটক দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে।
পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সংবাদমাধ্যমকে বলেছেন, বন্দি প্রদানের মাধ্যমে তালেবানদের শুভবোধের প্রতিফলন ঘটেছে। এক্ষেত্রে বন্দি বিনিময় হয়নি। এ ছাড়া মুক্তির জন্য অর্থ প্রদান করা হয়নি।
আল জাজিরা জানিয়েছে, দুই আমেরিকান মঙ্গলবার নিরাপদে কাতারে পৌঁছেছেন। তবে কাদের মুক্তি দেয়া হয়েছে সে বিষয়ে কোনো নাম প্রকাশ করা হয়নি। প্রাইস বলেছেন, দুই মার্কিন নাগরিকের পরিচয় প্রকাশে গোপনীয়তা রয়েছে।
আরও পড়ুন: নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করল তালেবান
প্রাইস জানান, মুক্ত দুই মার্কিন নাগরিককে দ্রুত তাদের পরিবারের সঙ্গে মিলিত হবে। নেড প্রাইস আরও জানান, এমন এক দিনে আফগানিস্তানের তালেবান সরকার দুই বন্দিকে মুক্তি দিলেন যে সময় তারা আফগানিস্তান নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ করেছে। এটা খুবই দুঃখজনক।
তবে মিডিয়া ওয়াচডগ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, তালেবানরা যে দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছেন তার মধ্যে চলচ্চিত্র নির্মাতা আইভর শিয়ারার রয়েছেন।
যিনি গত আগস্ট থেকে আফগানিস্তানে বন্দি রয়েছেন। তিনি আফগানিস্তানে একটি ড্রোন হামলার স্থানের কাছে চিত্রগ্রহণ করছিলেন, যেখানে আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহরি নিহত হয়েছিল।
]]>




