মালদ্বীপে ভিন্ন সাজে বিজয় দিবস উদযাপন
<![CDATA[
মালদ্বীপে ভিন্ন সাজে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ ১৬ ডিসেম্বর স্থানীয় সময় শুক্রবার সকালে দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর এক মিনিট নীরবতা পালন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আবুল কালাম আজাদ তার বক্তব্যে উল্লেখ করেন, বঙ্গবন্ধুর সম্মোহনী নেতৃত্বই ছিল বাংলাদেশের স্বাধীনতা লাভের মূল চালিকা শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের জন্য বিশ্ব পরিমণ্ডলে ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত।
আরও পড়ুন: মার্কিন পররাষ্ট্র বিভাগে ‘চায়না হাউস’ চালু
এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে দেশের উন্নয়নে অবদান রাখার এবং মালদ্বীপে বাংলাদেশের মর্যাদা অটুট রাখার আহ্বান জানান।
বিদেশি অতিথি, স্থানীয় প্রবাসী কমিউনিটির নেত্রী ও মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পরিবার পরিজনের উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আয়োজন করা হয় রাত ৮টায় রাজধানী মালের ন্যাশনাল ইউনিভার্সিটির সিএ’র সম্মেলনকক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার।
দিনের অন্য কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন থেকে পাঠ, বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা জনাব আব্দুস সালাম, মিজ. শিরিন ফারজানা ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান। পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধ ও উন্নয়নমূলক প্রামাণ্য চিত্র এবং হাইকমিশনের গত এক বছরের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রমসহ ‘স্বাধীনতা শব্দটি কী করে আমাদের হলো’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম.) মো. সোহেল পারভেজ তার স্বাগত বক্তব্যে, গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: আন্তর্জাতিক ইলিশ পর্যটন ও উন্নয়ন উৎসব উদ্যাপন
আলোচনা অংশে প্রবাসী বাংলাদেশি ডক্টর জেবা উন নাহার ও ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের সিও মো. মাসুদুর রহমান উপস্থিত সবাইকে ৫১তম বিজয় দিবসের উষ্ণ অভিনন্দন জানান। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়নের অভিযাত্রার ভূয়সী প্রশংসা করে প্রবাসীদের পক্ষে বক্তব্যে দেন।
পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করেন ‘নীল দরিয়া শিল্পগোষ্ঠী’। অতঃপর, নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
]]>




