মালয়েশিয়ায় খালি কনটেইনারে মুমূর্ষু কিশোর
<![CDATA[
চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো মালয়েশিয়ার কেলাং বন্দরে খালি কনটেইনারের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ইনটিগ্রেড নামে কনটেইনারবাহী জাহাজ থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়। শিপিংলাইন সূত্র এ তথ্য জানালেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: মালয়েশিয়া পাচারকালে ২৬ রোহিঙ্গা উদ্ধার, আটক ৫
শিপিংলাইন সূত্র সময় সংবাদকে জানিয়েছে, চট্টগ্রাম বন্দর থেকে গত ১২ জানুয়ারি ইনটিগ্রেড নামে কন্টেইনারবাহী জাহাজটি মালয়েশিয়া যাচ্ছিল। পথিমধ্যে ১৬ তারিখে ওই জাহাজের ক্যাপ্টেন কনটেইনারে কিশোরের উপস্থিতি টের পেয়ে পরদিন ১৭ জানুয়ারি কেলাং বন্দরে ভিড়ে। এ সময় একটি খালি কনটেইনার থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পাবজি খেলতে নিষেধ করায় আত্মগোপনে, পাঁচ মাস পর কিশোর উদ্ধার
ওই কিশোরের বয়স ১৫ বছর বলে ধারণা করা হলেও তার নাম পরিচয় জানাতে পারেনি শিপিংলাইন সূত্রটি।
এর আগে গত বছরেও একইভাবে মালয়েশিয়ার প্যানাং বন্দরে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজের কনটেইনার থেকে এক মরদেহ উদ্ধার করা হয়।
]]>




