মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন
<![CDATA[
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পরে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।
এরপর শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রেহোনা পারভীনের সঞ্চালনায় সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কাউন্সিলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩
আলোচনা সভায় হাইকমিশনার শ্রদ্ধার সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সব শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো বীর মা-বোনদের স্মরণ করেন।
তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি। এই বিজয় গৌরব এবং গর্বের। আমাদের নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। তা না হলে বর্তমান অপপ্রচারের সময়ে নতুন প্রজন্ম সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠা অত্যন্ত কঠিন হবে।
তিনি আরও বলেন, করোনা মহামারির নেতিবাচক প্রভাবের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমান বিশ্ব বাস্তবতায় রেমিটেন্সের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। রেমিটেন্স প্রবাহ বাড়াতে হুন্ডিসহ প্রতিবন্ধকতাগুলো দূর করার পাশাপাশি সরকার প্রবাসীদের সচেতনতার ওপর জোর দিয়েছে। এ ছাড়া হুন্ডি প্রতিরোধ ও প্রবাসীদের সচেতন করতে বাংলাদেশ হাইকমিশন কাজ করছে।
আরও পড়ুন: রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন
এ সময় মালয়েশিয়া প্রবাসীদের বৈধপথে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানান হাইকমিশনার।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মো. হাসান তারিক মণ্ডল, মিনিস্টার লেবার নাজমুছ সাদাত সেলিম, কাউন্সিলর লেবার মো. জহিরুল ইসলাম, কাউন্সিলর কনস্যুলার জি এম রাসেল রানা, দ্বিতীয় সচিব লেবার সুমন চন্দ্র দাস, সিআইপি মো. অহিদুর রহমান অহিদসহ মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, সামাজিক সংগঠন ও কমিউনিটি নেতারাসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
]]>