মাহমুদউল্লাহকে ধোনির মতো দেখেন শ্রীরাম
<![CDATA[
দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই বাজে ফর্মের কারণে সমালোচনার মুখে পড়েছেন রিয়াদ। শেষ পর্যন্ত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন রিয়াদ। তবে দল থেকে বাদ পরলেও, দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম মনে করেন মাহমুদউল্লাহর ভূমিকা ছিল ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো।
গতমাসে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হওয়া শ্রীধরন শ্রীরাম দলের সঙ্গে যোগ দেয়ার পর মাহমুদউল্লাহকে বেশ উঁচু মানের ক্রিকেটার হিসেবেই মূল্যায়ন করেছিলেন। তবে মাস জেতে না জেতেই বিশ্বকাপের দল থেকেই তাকে বাদ দিয়ে দিলেন। তবে রিয়াদকে দল থেকে বাদ দেয়ার পেছনেও বেশ কিছু কারণ আছে। মূলত ভবিষ্যৎ পরিকল্পনার কারণেই বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে গেছেন সাবেক এই অধিনায়ক।
আরও পড়ুন: মাহমুদউল্লাহ বাদ পড়ার পর বোমা ফাটালেন স্ত্রী
এদিকে মাহমু্দউল্লাহকে বাদ দেয়ার ব্যাপারে শ্রীরাম বলেছেন, ‘আমাদের সুন্দর কোনও পরিকল্পনায় এগোতে হবে, যা অন্য দলগুলো ভালোভাবে করেছে। আর তা হলো প্রতিটি ক্রিকেটারের উত্তরাধিকার ঠিক করা। মাহমুদউল্লাহকে আমার সবসময়ই কিছুটা মহেন্দ্র সিং ধোনির মতো মনে হয়েছে। সে ৬ নম্বরে ব্যাট করেছে, ধোনিও সেখানেই ব্যাট করতো এবং খেলা ফিনিশ করে আসতো।’
তবে একটা জায়গা সবসময় কারও জন্য স্থায়ী নয়। সেটাই আবার মনে করিয়ে দিলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। ইনি বলেন, ‘ধোনি তো চিরদিন তার দায়িত্ব চালিয়ে যেতে পারেনি। নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকা প্রয়োজন, এরপর কে? আমার মনে হয়, সেটি ভাবার এখনই সঠিক সময়। মাহমুদউল্লাহর জায়গা নেওয়া মানে অনেক বড় দায়িত্ব। কাজটা মোটেও সহজ নয়। তবে এখনই কেউ একজন দরকার। এখন যদি না খেলাই, তাহলে বিকল্প তৈরি হবে কীভাবে?’
আরও পড়ুন: মাহমুদউল্লাহকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
তবে মাহমুদউল্লাহকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তটা যে সহজ ছিলনা সেটাও জানালেন ভারতের সাবেক এই ক্রিকেটার। শ্রীরাম বলেন, ‘তাকে (মাহমুদউল্লাহ) বাদ দেয়ার আলাপটা সহজ ছিল না। সে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছে। ওর জন্য আমার সর্বোচ্চ সম্মান রইল। ওর বিষয়ে আলাপের সময় আমাকে খারাপ মানুষ হতে হয়েছে।’
]]>