মাহির আইডি হ্যাক করে হ্যাকারের পোস্ট
<![CDATA[
তারিখ ০৯.১০.২০২২, সময় রাত ৯টা। হঠাৎই চিত্রনায়িকা মাহিয়া মাহির আইডি থেকে একটি পোস্ট করা হয়। তাতে লেখা: ‘আমরা আর একসাথে নেই!’
মাহির এমন স্ট্যাটাসে সরগরম হয়ে পড়ে গোটা সোশ্যাল মিডিয়া। ভক্তদের মনেও জানান দেয় নানান প্রশ্ন। মুহূর্তেই নানান মন্তব্যের ছড়াছড়ি হয় মাহির সেই পোস্টকে ঘিরে।
তাহলে কি মাহির দ্বিতীয় সংসারও ভাঙনের পথে? বিচ্ছেদ হতে যাচ্ছে স্বামী রাকিবের সঙ্গে! যখন এমন আভাস মেলে, তার কিছুক্ষণ পরই পোস্টটি সরিয়ে ফেলেন মাহি। আবারও নতুন করে এক পোস্ট করে সব খোলাসা করলেন ভক্তদের জন্য।
আরও পড়ুন: এফডিসিতে যাওয়ার পরিবেশ নেই: জায়েদ খান
পোস্টে জানালেন কিছুক্ষণ আগে অন্য কেউ তার প্রোফাইলে লগ ইন করেছিল এবং কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে, সেটা মাহির জানা নেই।
এ ঘটনার পর অবশ্য দ্রুত আইডির পাসওয়ার্ড পরিবর্তন করেন মাহি। বর্তমানে স্বামী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে সংসার জীবনে ব্যস্ত সময় পার করছেন তিনি।
আরও পড়ুন: দামাল আসছে ২৮ অক্টোবর
তাদের সংসারে আগমন হতে যাচ্ছে নতুন এক সদস্যেরও। গত ১২ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।
]]>




