খেলা

মাহেলা জয়াবর্ধনের কীর্তি ছুঁলেন বিরাট কোহলি!

<![CDATA[

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে ভারত। প্রোটিয়াদের বিপক্ষে ১১ বলে দুই চারের মারে ১২ রান করেছেন বিরাট কোহলি। এই রান করেই লঙ্কান লিজেন্ড মাহেলা জয়াবর্ধনের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন কোহলি।

শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৩১ ম্যাচে মোট ১০১৬ রান করে এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহক। মাহেলার পর কোহলিই একমাত্র ব্যাটার যিনি বিশ্বকাপে ১০০০ রান অতিক্রম করেছেন। ২২ ইনিংসে কোহলির রান সংখ্যা ১০০১। আর মাত্র ১৬ রান করলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের মালিক হবেন ভারতের সাবেক অধিনায়ক।

আরও পড়ুন: ম্যাচ হারায় রোহিত-কোহলিদের দিকে আঙুল তুললেন ভুবনেশ্বর 

৩৩ বছর বয়সী কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপে গড় ৮৩.৪১ এবং স্ট্রাইক রেট ১৩১.৭১। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক সংখ্যক অর্ধশতক (১২) করার রেকর্ডটিও কোহলির দখলেই। ক্রিস গেইল এবং রোহিত শর্মা নয়টি করে হাফ সেঞ্চুরি হাঁকান। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি ১১২ ম্যাচে ৩৮৬৮ রান করে বিশ্বের শীর্ষ রান সংগ্রাহকও।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ৫ রান সংগ্রাহক

মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- ১০১৬ রান
ভিরাট কোহলি (ভারত)- ১০০১
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৯৬৫
রোহিত শর্মা (ভারত)- ৯১৯
তিলেকারত্নে দিলশান (শ্রীলঙ্কা)- ৮৯৭

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!