বিনোদন

মা ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানে নৌপুলিশ

<![CDATA[

মা ইলিশ সংরক্ষণে নৌপুলিশ এবার আরও কঠোর অবস্থানে থাকবে জানিয়ে প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে জেলেদের সহনশীল আচরণ প্রত্যাশা করেছেন নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের পদ্মা ও মেঘনাবেষ্টিত দুর্গমচর রাজরাজেশ্বরে এক জেলে সমাবেশে এসব কথা বলেন তিনি।

নৌপুলিশের (চাঁদপুর অঞ্চল) আয়োজনে এই জেলে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায় বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে নৌপুলিশের পক্ষ থেকে দেড় হাজার পুলিশ নদীতে মোতায়েন করা হবে। এ ছাড়া এবার সব ধরনের লজিস্টিক সাপোর্ট নিয়ে অভিযানে ব্যাপকসংখ্যক জনবল নদীতে নামানো হবে বলেও ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন: গভীর সমুদ্রে ইলিশ শিকারের সক্ষমতা বাড়ানোর তাগিদ

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স) ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া, চাঁদপুর নৌ অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন বড়ুয়া, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী, জেলে নেতা তসলিম বেপারী, শাহ আলম মল্লিক প্রমুখ।

আরও পড়ুন: ৯ দিনে ভারতে ৫১৬ মেট্রিক টন ইলিশ রফতানি

সমাবেশ শেষে জেলেদের নিয়ে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ ও তার আশপাশে প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, প্রজনন মৌসুম সফল করতে আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন চলবে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলবে। এ সময় ছয়টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছাড়াও দেশে ইলিশ বিপণন, পরিবহন এমনকি মজুতও নিষিদ্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় নৌ পুলিশ চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভায়াশ্রমে মা ইলিশ সংরক্ষণে এমন প্রচারণা কার্যক্রম শুরু করে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!