মিছিল আর ভুভুজেলার শব্দে প্রকম্পিত ঢাবি ক্যাম্পাস
<![CDATA[
বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে উল্লাসে আত্মহারা ব্রাজিল সমর্থকরা। ম্যাচ শেষ হতেই মিছিল আর ভুভুজেলার শব্দে প্রকম্পিত হয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা। সমর্থকদের আশা, ২০ বছরের খরা কাটিয়ে এবার বহু আরাধ্য হেক্সা মিশন সফল হবেই।
সোমবার (২৮ নভেম্বর) রাতে ম্যাচের শেষ বাঁশি বাজতেই উল্লাস আর গগনবিদারী চিৎকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠের। এর সঙ্গেই যেন বুকের ওপর চেপে বসা পাহাড়সমান চাপ সরে গেল মাঠভর্তি সমর্থকের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বাতিল ভিনিসিউসের গোল, এরপর ৮৩ মিনিট পর্যন্ত ব্রাজিল কোনো গোল করতে না পারায় চিন্তা ভর করেছিল সমর্থকদের মাঝে। কিন্তু বিশ্বাস হারাননি প্রিয় দলের ওপর থেকে। সুইজারল্যান্ডকে হারানোয় তাই স্বস্তি নিয়েই ঘরে ফিরেছেন তারা।
আরও পড়ুন: ২৯ নভেম্বর: বিশ্বকাপের ৪ ম্যাচসহ টিভিতে খেলার সূচি
২০০২ সালের পর আর কোনো বিশ্বকাপের ফাইনাল খেলা হয়নি ব্রাজিলের। এবারের দলটার ওপর তাই অনেক প্রত্যাশা। সমর্থকদের আশা, ইনজুরি কাটিয়ে দ্রুতই মাঠে ফিরবেন নেইমার, সঙ্গে পূরণ হবে হেক্সা মিশনও।
গ্রুপপর্বে টানা দুই ম্যাচ জিতে নকআউট পর্বে সেলেসাওরা। বিশ্বকাপে ব্রাজিলের জয়রথের সঙ্গে প্রতি ম্যাচেই বাংলাদেশে দলটির সমর্থকদের উদ্যাপনও পাচ্ছে নতুন মাত্রা।
]]>