মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপের গুলিতে ডিজিএফআই কর্মকর্তাসহ গুলিবিদ্ধ ২
<![CDATA[
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের কোনারপাড়া এলাকায় নোম্যান্সল্যান্ডে মাদক চোরাচালানকারী মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আল ইয়াকিনের সঙ্গে গোলাগুলির ঘটনায় ডিজিএফআইয়ের এক কর্তকর্তাসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এদিকে শূন্যরেখায় অবস্থানরত আরও এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযানে যায় র্যাব ও ডিজিএফআইয়ের একটি টিম। মাদক চোরাচালানকারী মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ আল ইয়াকিন র্যাব এর উপর অতর্কিতভাবে হামলা করলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় চোরাচালানকারীদের গুলিতে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) এবং র্যাবের এক সদস্য আহত হন।
আরও পড়ুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ডেকেছে অনলাইন সম্মেলন!
এদিকে শূন্যরেখায় অবস্থানরত এক রোহিঙ্গা নারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নাইক্ষ্যংছড়ি শূন্যরেখা এলাকায় র্যাবের সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ আল ইয়াকিনের সঙ্গে গোলাগুলির খবর শুনেছি। তবে হতাহতের বিষয়ে কিছু জানতে পারি নাই। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানা যাবে।
]]>