মিয়ানমার: মানবাধিকার দিবসে ২৬ গ্রাম পুড়িয়ে দিল জান্তাবাহিনী
<![CDATA[
কোনো ধরনের যুদ্ধ বা উসকানির খবর না থাকার পরও আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ২৬টি গ্রাম জ্বালিয়ে দিয়েছে মিয়ানমারের জান্তাবাহিনী। শনিবার (১০ ডিসেম্বর) দেশটির সাগাইন অঞ্চলের এসব গ্রামে আগুন ধরিয়ে দেয়া হয়।
সংবাদমাধ্যম ইরাবতী নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর সাগাইন অঞ্চলের দেপাইন, তিগাইং, কাউলিন, বুদালিন এবং য়ে-উ টাউনশিপের মোট ২৬টি গ্রাম জ্বালিয়ে দেয়া হয়।
এর মধ্যে, তিগাইং টাউনশিপে জ্বালিয়ে দেয়া হয়েছে ১৩টি গ্রাম। জান্তাবাহিনীর মোট ৪০০ সেনা এই জ্বালাও-পোড়াওয়ে অংশ নেয়। দেপাইন টাউনশিপে পোড়ানো হয়েছে ৮টি গ্রাম। এ ছাড়া সেখানে একটি স্কুলও পুড়িয়ে দেয় জান্তা সেনারা। এ সময় ৯ শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান।
আরও পড়ুন: মিয়ানমারে আর কূটনীতিক নিয়োগ দেবে না যুক্তরাষ্ট্র
এদিকে, জান্তাবাহিনী ক্ষমতা দখলের পর গত কয়েক মাসে দেপাইনে অন্তত ১৯টি গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে। এসব গ্রাম ছাড়াও দেপাইন টাউনশিপের মোট ৩১টি গ্রাম থেকে ৩১ হাজারেরও বেশি মানুষ পালিয়ে গেছেন।
গত নভেম্বরে প্রকাশিত মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে ইরাবতী নিউজ জানিয়েছে, ক্ষমতা দখলের পর সাগাইন অঞ্চলে ২৭ হাজারের বেশি বাড়িঘর পুড়িয়ে দিয়েছে জান্তাবাহিনী।
]]>




