খেলা

মিলান ফ্যাশন উইকে বিশেষ সম্মাননা পেলেন রুবানা হক

<![CDATA[

চলমান মিলান ফ্যাশন উইকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম উদ্যোক্তা ড. রুবানা হক বিশেষ সম্মাননা পেয়েছেন।

তিনি সিএনএমআই সাসটেইনেবল ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২২-এর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড বা মানবাধিকার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। 

ইতালি ও ইতালির বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে টেকসই ফ্যাশনের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখতে সচেষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেয়া হয়। দূরদর্শিতা, অভিনবত্ব, শিল্পের প্রতি আন্তরিকতা, সর্বজনীন কর্মপ্রচেষ্টা, চক্রাকার ও স্বচ্ছ অর্থনৈতিক কর্মকাণ্ড, মানবাধিকার ও পরিবেশ রক্ষায় অবদান হচ্ছে- এ সম্মাননার মাপকাঠি।

পুরস্কার গ্রহণের সময়ে রুবানা হক পোশাক শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া ফ্যাশন দুনিয়ার প্রতি আরও সর্বজনীন হতে অনুরোধ জানান।

আরও পড়ুন: বিজিএমইএ পর্ষদ থেকে পদত্যাগ করেছেন রুবানা হক

এসময় তিনি তৈরি পোশাক প্রস্তুতকারী দেশগুলোকে নিছক অর্ডার অনুযায়ী বেসিক ওয়্যার বানানোর পর্যায় থেকে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্তর্ভুক্ত করতে সহায়তার আহ্বান জানান।

মিলান ফ্যাশন উইক সারা বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্টগুলোর মধ্য অন্যতম। প্রতিবছরই টেকসই ও কল্যাণমুখী ফ্যাশনে উল্লেখযোগ্য অবদানের জন্য মিলানের এ আয়োজনে স্বীকৃতি ও সম্মাননা দেয়া হয়। এ বছর ফ্যাশন উইকটি ২২ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যারা পুরষ্কার পেয়েছেন তাদের মধ্যে রয়েছে আইলিন ফিশার, জর্জিও আরমানি, এবং টেকসইতার জন্য পুরস্কৃত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে টিম্বারল্যান্ড, বোটেগা, জেগনার মতো প্রতিষ্ঠান।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!