মিয়ানমারের ছায়া সরকারকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া
<![CDATA[
মিয়ানমারের জান্তাবিরোধী ছায়া সরকারকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া। ৪১তম আসিয়ান সম্মেলনের পর স্বীকৃতির বিষয়ে কাজ শুরু করবে বলে জানিয়েছে দেশটির সরকার।
স্থানীয় সংবাদ মাধ্যম টেমপো ডট কো জানিয়েছে, শুক্রবার( ৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টেউকু ফাইযাসইয়া বলেন, শুধু মিয়ানমারে জাতীয় ঐক্য সরকারকে (এনইউজি) স্বীকৃতি দেয়ার কথা ভাবছে সরকার। শুধু তাই নয়, ইন্দোনেশিয়া কিভাবে মিয়ানমারের সমস্যা সমাধানে কাজ করছে তার ওপর অনেক কিছু নির্ভর করছে।
টেউকু ফাইযাসইয়া নিশ্চিত করে বলেছেন, ইন্দোনেশিয়া মিয়ানমারের উন্নয়নের পরিপ্রেক্ষিতে এনইউজি সরকারের সঙ্গে অন্তর্ভুক্ত এবং সমর্থনকারী সকল স্টেকহোল্ডারদের সাথে আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে ভাল যোগাযোগ রক্ষা করছে। তিনি আরও বলেন, আমরা যা করছি সব বিষয় জনসাধারণের সামনে বলা সম্ভব না।
আরও পড়ুন: মিয়ানমার-জান্তা-বিশৃঙ্খল-এই-বাহিনীর-শেষ-পরিণতি-কী
২০২১ সালে মিয়ানমারে অং সান সু চির নির্বাচিত সরকারকে উত্খাত করে ১ ফেব্রুয়ারি দেশটির জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করে। এরপর ১৬ এপ্রিল অভ্যুত্থানবিরোধী ও সাবেক নির্বাচিত জনপ্রতিনিধিরা সু চিকে স্টেট কাউন্সেলর করে জাতীয় ঐক্যের সরকার গঠন করেন।
এই সরকার মূলত দেশের সীমান্তবর্তী এলাকায় এবং নির্বাসিত থেকে কাজ করছে। এরই মধ্যে জাতীয় ঐক্যের সরকারকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্সের সিনেট।
]]>