মিয়ানমারে বিদ্যুৎ বিল দিচ্ছে না বাসিন্দারা, ক্ষতির মুখে জান্তা
<![CDATA[
মিয়ানমারের সাতটি রাজ্য ও অঞ্চলে বিদ্যুতের বিল পরিশোধ করছেন না বাসিন্দারা। এতে ১৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে জান্তা সরকার। জান্তার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডিভিডি।
প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাই অঞ্চলের এক বাসিন্দা জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনী থাকা সত্ত্বেও বিদ্যুৎকর্মীরা প্রাণভয়ে বিল নেয়ার সাহস করে না। দেশের মোন স্টেটের ইয়ে এবং কাইক্টো টাউনশিপে কর্মরত কিছু বিদ্যুৎকর্মীরা নিরাপত্তা উদ্বেগের কারণে তাদের অফিস অন্যত্র স্থানান্তর করার অনুরোধ জানিয়ে জান্তার কাছে আবেদনপত্র দিয়েছিলেন, কিন্তু জান্তা তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
এর আগে ইয়েতে প্রশাসকদের হত্যা করা হয়েছিল। জান্তাপন্থি সেনাদের ওপর গুলি করা হয়েছে। সরকারি কর্মচারীদেরও গুলি করে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমারে চীনের বিদ্যুৎকেন্দ্র চালু
প্রতিবেদনে আরও বলা হয়েছে— বিদ্যুৎকর্মীরা তাদের পরিচয় গোপন রাখেন। সরকারি কর্মী বলে পরিচয় দেয়ার সাহস পান না। বিদ্যুৎবিল সংগ্রহের কথা তারা কল্পনাও করতে পারেন না।
মিয়ানমারে বিদ্যুৎবিল থেকে রাজস্ব ক্ষতির পাশাপাশি সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় ৬৪টি ট্রান্সমিশন টাওয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
]]>




