মুক্তির দিনই ‘ফোন ভূত’ ছবি ফাঁস
<![CDATA[
৪ নভেম্বর বড় পর্দায় এসেছে ‘ফোন ভূত’। হরর কমেডি ঘরানার ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুরবেদি এবং ঈশান খট্টর। কিন্তু ছবি বড় পর্দায় আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সেটা অনলাইনে ফাঁস হয়ে গেছে।
ক্যাটরিনা কাইফের বিয়ের পর এই প্রথম কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেল। এখনও পর্যন্ত একাধিক সাইটে ‘ফোন ভূত’ ফাঁস করেছে বলেই জানা গেছে, এ তালিকায় আছে তামিলরকার্স, টেলিগ্রাম এবং টরেন্ট -এর মতো জনপ্রিয় সাইট। মানুষ এখন সিনেমা হলে গিয়ে ছবি দেখার বদলে বাড়ি বসে আয়েস করে ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখতে পছন্দ করেন। আড়াই বছর আগের স্বাভাবিক জীবন এবং বর্তমানের স্বাভাবিক জীবনে আকাশ পাতাল ফারাক।
আরও পড়ুন: শাহরুখ-দীপিকার চুল নিয়ে চর্চা
ছবি নির্মাতাদের দর্শক হলে টানার জন্য রীতিমত কাঠখড় পোড়াতে হচ্ছে। তবুও একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে! আর তার মধ্যে যদি এভাবে ছবি মুক্তি পাওয়ার দিনই সেটা অনলাইনে ফাঁস হয়ে যায় তাহলে সিনেমা নির্মাতাদের কী অবস্থা হয় সেটা বলাই বাহুল্য। সিনেমাটি নিয়ে অভিনেতা থেকে গোটা টিম ভীষণই আশাবাদী ছিল। তারা বিগত বেশ কয়েকদিন ধরেই এই ছবির প্রচার চালাচ্ছিলেন, একাধিক সাংবাদিক সম্মেলন করেছেন। ট্রেড অ্যানালিস্টদের মতেও এই ছবি বক্স অফিসে মোটের ওপর ভালো ফল করবে বলেই আশা করা হচ্ছিল। কিন্তু তার আগেই ছবিটি লিক হল অনলাইনে।
আরও পড়ুন: মৃত্যুর মুখ থেকে ফিরলেন ভাগ্যশ্রীর স্বামী
‘ফোন ভূত’ ছবিটির নির্মাতাদের মতে অনলাইনে এভাবে ছবি ফাঁস করে যাওয়ার প্রভাব পড়বে বক্স অফিসে। তবে কেমন লাগল এই ছবিটি? অনেকের মতে ছবিটি দেখে বেজায় হেসেছেন, ফোন ভূত তাদের ভালোই লেগেছে। কারও মতে ছবিটি তেমন জমেনি। ফলে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে ফোন ভূতের সম্পর্কে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>




