বাংলাদেশ

মুক্তি পাচ্ছে অর্ষা'র ‘জাহান’

<![CDATA[

প্রথমদিকে মডেলিংয়ে ঝোঁক থাকলেও পরবর্তীতে অভিনয়ে মনযোগী হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। অভিনয়গুণে দর্শক মনে ভালোই জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে অনেকগুলো কাজের সাথে যুক্ত হয়েছেন। এবার দেশীয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে অর্ষা অভিনীত নতুন সিরিজ ‘জাহান’। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় মুক্তি পাবে সিরিজটি।

গল্পে দেখা যাবে, শান্ত স্বভাবের মেয়ে জাহান। স্বামী শিহাবকে নিয়ে তার সংসার। পোস্ট ট্রমাটিক ডিজঅর্ডার থেকে প্রায়ই কল্পনা আর বাস্তবতা গুলিয়ে ফেলে জাহান। শিহাব চেষ্টা করে সেই ট্রমা লুকিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে, কিন্তু পারে না। একদিন হুট করেই জাহান ঘটিয়ে ফেলে এক দুর্ঘটনা। সৃষ্টি হয় জটিল এক পরিস্থিতির। এর সুরাহা হয় কোথায়, জানতে হলে দেখতে হবে ‘জাহান’।

আরও পড়ুন: মোশাররফ করিমের সঙ্গে নিলয়-হিমি

‘জাহান’-এ নাজিয়া হক অর্ষাকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। যেটা তার জন্য ছিল অনেক চ্যালেঞ্জিং। এতে কাজের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ‘কাজটি করতে আমার বেশ কষ্ট হয়েছে। জাহান চরিত্রটার ইনার সাইট ডার্ক আবার কিছুটা ইনোসেন্ট। জাহান অনেক কিছু ইনোসেন্টের জায়গা থেকে করে ফেলে, তবে কনসাস হলে তা ব্যালেন্স করতে পারে না। দর্শকদের কাছে সেভাবে কোনো প্রত্যাশা নেই; তবে চাই সবাই যেন কনটেন্টটা দেখে। তারপর প্রতিক্রিয়া জানাবে।‘

পরিচালক আতিক জামানের সঙ্গে চরকির এটাই প্রথম কাজ। তিনি বলেন, ‘বর্তমান সময় হলো ওটিটির। আর ওটিটির জন্য তার প্রথম কাজ তাই অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করেছে শ্যুটের সময়। দর্শকরা দেখলে তারপর বুঝবেন কেমন হয়েছে কাজটা। গল্প নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে এটি দেখলে দর্শকরা ভিন্ন কিছু স্বাদ পাবে এবং ভালো সময় কাটবে তাদের।’

আরও পড়ুন: অন্ধকারের গল্পে তাসনিয়া ফারিণ

‘জাহান’-এ আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, নাঈমা তাসনীম, ইমেল হক, সাক্ষর কুণ্ডু দ্বীপ প্রমুখ। সিনেমাটোগ্রাফিতে ছিলেন তানভীর আহসান আর জাহিদ নিরব করেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!