বাংলাদেশ

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

<![CDATA[

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ চারজনসহ ৬ জন আহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী গ্রামের হারুন-অর-রশিদ, ফারুক প্রধান, নুরুল হক ও মোখলেস দেওয়ান গুলিবিদ্ধ হন। এছাড়া ফয়সাল ও আব্দুস সাত্তার ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১৯ নভেম্বর) গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা আফসার উদ্দিনের ছেলে ফয়সালের সঙ্গে পাশের গ্রাম বালুয়াকান্দির কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা এলাকার চিহ্নিত সন্ত্রাসী নয়নের নেতৃত্বে অন্তত ৩৫-৪০ জন হামলা চালায়।

আরও পড়ুন: মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি আহত

এ সময় তারা গুয়াগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়া প্রধানের দুটি বাড়িতে ভাঙচুর করে। স্থানীয় লোকদের ওপর এলোপাতড়ি গুলিবর্ষণ ও ছুরিকাঘাত করতে থাকে। এ সময় তাদের হামলায় চারজন গুলিবিদ্ধ হন। আহত হন আরও দু’জন। হামলাকারীরা ফেরার পথে ফয়সালকে তুলে নিয়ে বেধড়ক মারধর করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে। আহতদের মধ্যে ফয়সাল ছাড়া অপর পাঁচজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম মৃধা বলেন, আমাদের হাসপাতালে মোট পাঁচজন রোগী এসেছেন। তার মধ্যে হারুন-অর-রশিদ ও নুরুল হককে শটগান জাতীয় কিছু দিয়ে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বাকিদের গায়ে দেশীয় অস্ত্র এবং রড জাতীয় কিছুর আঘাত রয়েছে। আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!