মুন্সীগঞ্জে পুলিশের বিরুদ্ধে করা বিএনপির মামলা খারিজ
<![CDATA[
মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওন নিহতের ঘটনায় বিএনপির করা মামলার আবেদন খারিজ করেছে আদালত।
সোমবার (১০ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারের আদালত আবেদনটি খারিজের আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে পুলিশসহ ৩৫৯ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জের ১ নম্বর আমলী আদালতে মামলার আবেদন করেন।
আরও পড়ুন: রাজশাহীতে কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের শপথ বাক্যপাঠ
অভিযোগে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুজ্জামান, সদর থানার এসআই মো. ফরিদ উদ্দিন, এসআই মো. আরিফুর রহমান, এসআই সুকান্ত বাউল, এএসআই নকুল চন্দ্র ধর, এএসআই অজিত চন্দ্র বিশ্বাস ও এএসআই মন্টু বৈদ্যসহ ৯ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে পু্লিশ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া
অভিযোগে বলা হয়, উল্লেখিত ৯ পুলিশ কর্মকর্তা ছাড়াও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন পুলিশ সদস্যদের সঙ্গে ২০০ থেকে ৩০০ জন সশস্ত্র সরকার দলীয় সন্ত্রাসী বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করে। যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন তখন ঘটনাস্থল থেকে চলে যেতে লাগলে পুলিশ তার কপালের ডান দিকে গুলি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাওন মারা যান।
৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩২ ধারায় অভিযোগটি দাখিল করে বিএনপি।
বৃহস্পতিবার করা ওই লিখিত আবেদনের ভিত্তিতে শুনানি শেষে সোমবার (১০ অক্টোবর) আদেশের জন্য দিন ধার্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে মামলার আবেদন খারিজ করেন বিচারক।
মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আবেদনটি ২০৩ ধারায় খারিজ করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারের আদালত।
]]>