মুন্সীগঞ্জে বিক্রমপুর দিবসে মিলনমেলা
<![CDATA[
মুন্সীগঞ্জে ‘বিক্রমপুর দিবসে’ জ্ঞানী-গুণীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ব্যতিক্রমী এ উৎসব চলে রাত অবধি।
প্রথমবারের মতো শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মভিটায় এ মিলনমেলায় অংশ নেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য প্রতাপ হাজরা, পটচিত্রশিল্পী সম্ভু আচার্য, সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, শাহ আলম সরকার, ক্রিকেটার গাজী আশরাফ লিপুসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কথাসাহিত্যিক, কবি, সাংবাদিক, শিক্ষক, গবেষক, আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তাসহ দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বিক্রমপুরের কৃতী সন্তানরা।
‘প্রজন্ম বিক্রমপুর’-এর উদ্যোগে ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, জ্ঞান-বিজ্ঞানে বর্তমান প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে ‘বিক্রমপুর দিবস ২০২২’ আয়োজন করা হয়, যা বিক্রমপুরবাসীর এক মিলনমেলায় রূপ নেয়।
বিক্রমপুর দিবস উদ্যাপন কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম জিএস বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাদির মিয়া, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাপরিচালক ওমর ফারুক, প্রজন্ম বিক্রমপুরের সভাপতি অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, ব্যারিস্টার কিবরিয়া শিমুল, বলরাম বাহাদুর প্রমুখ।
আরও পড়ুন: সীমান্তে স্বজনদের মিলনমেলা কাঁটাতারে ম্লান
এ সময় বক্তারা বলেন, জ্ঞান-বিজ্ঞানে বর্তমান প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ‘বিক্রমপুর দিবস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বিক্রমপুরের ঐতিহ্য অন্বেষণে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
সভায় বিক্রমপুরের বিজ্ঞান, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া, অর্থনীতিসহ নানা বিষয়ের সেকাল-একাল নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া ‘প্রজন্ম বিক্রমপুর’-এর উদ্যোগে ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, জ্ঞান-বিজ্ঞানে বর্তমান প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে ‘বিক্রমপুর দিবস ২০২২’ আয়োজন করা হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আসর বসে।
]]>