মুন্সীগঞ্জে স্বাধীনতা কাপের উদ্বোধনী ম্যাচে মোহামেডানের জয়
<![CDATA[
মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার ম্যাচ দিয়ে উদ্বোধন হয়েছে স্বাধীনতা কাপের এবারের আসরের। গ্রুপপর্বের প্রথম ম্যাচে নৌবাহিনীকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে মোহামেডানের পক্ষে গোল করেন সোলেমান দিয়াবাতে ও জাফর ইকবাল। শেষ মুহূর্তে দুই গোল করে স্বস্তির জয় পেয়েছে সাদা-কালোরা। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত মোহামেডানকে আটকে রাখে জাতীয় দলের বেশ কয়েকজনকে নিয়ে গড়া নৌবাহিনী।
আরও পড়ুন: গুরুতর অভিযোগ এনে বাফুফেতে জামালের চিঠি
কিন্তু ৮৪ ও ৮৭ মিনিটে দুই গোল করে ম্যাচ নিজেদের করে নেয় সাদা-কালোরা। ৮৩ মিনিটে কর্নার থেকে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন সোলেমান দিয়াবাতে। তিন মিনিট বাদে গোল করেন জাফর ইকবাল। এতেই জয় নিশ্চিত হয় ঐতিহ্যবাহী দলটির।
বিপিএল ফুটবলের পর স্বাধীনতা কাপের এই আসর নিয়ে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চারদিকে সাজ সাজ রব। জয় পেয়ে মোহামেডানের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। ধলেশ্বরী তীরের জেলা শহরটিতে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।
আরও পড়ুন: ২০ লাখ করে জরিমানা গুনতে হচ্ছে সাইফ ও বারিধারাকে
এবারের স্বাধীনতা কাপ মুন্সীগঞ্জ ছাড়াও গোপালগঞ্জ ও কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে হবে মোট ১৩টি ম্যাচ। আগামী ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৪, ২৬ ও ৩০ নভেম্বর এবং ৪ ডিসেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার লিগের ১১টি দল সরাসরি এই স্বাধীনতা কাপের মূল পর্বে খেলছে। বাকি ৫টি দল বাছাই পর্বের মাধ্যমে জয়ী হয়ে এসেছে।
]]>