মেগাস্টার উজ্জ্বলের আইডি হ্যাক, থানায় জিডি
<![CDATA[
বাংলা সিনেমার সাত দশকের জনপ্রিয় অভিনেতা উজ্জ্বলের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। ফেসবুক আইডি হ্যাক হওয়ার পর নায়ক উজ্জ্বল একটি জিডিও করেছেন। ফেসবুকে এ বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর ১টা ২২ মিনিটে নায়ক উজ্জ্বলের ফেসবুক আইডি হ্যাক হওয়া নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা জায়েদ খান।
ওই স্ট্যাটাসে জায়েদ খান দুটি ছবি পোস্ট করেন। এর একটি নায়ক উজ্জ্বলের ফেসবুক আইডি ও অন্যটি বনানী থানায় করা জিডির ছবি।
আরও পড়ুন: মন খারাপের দুপুর মিথিলার
পোস্ট করা ছবিদুটির সঙ্গে জায়েদ খান লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেতা মেগাস্টার নায়ক উজ্জ্বল ভাইয়ের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এর জন্য উজ্জ্বল ভাই বনানী থানায় জিডিও করেছেন।’
সেই সঙ্গে সতর্ক করে তিনি আরও লিখেছেন, ‘এই আইডির সাথে কেউ কোনো ধরনের এসএমএস করবেন না এবং কোনো লেনদেন করবেন না। এমনকি এই আইডি থেকে কোনো পোস্ট হলে সেটা নিয়ে বিভ্রান্ত হবেন না।’
]]>