মেঘলা আকাশ, যে পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদফতর
<![CDATA[
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর পরিণত লঘুচাপের বর্ধিতাংশ এখনও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলাসহ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার অধিদফতর।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন : ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, থাইল্যান্ডের দেয়া এই নামের অর্থ জানেন?
এদিকে আগামী তিন দিনের (৭২ ঘণ্টা) আবহাওয়ার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।
শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল শনিবার ঢাকায় সূর্যোদয়
ভোর ৬টা ৩ মিনিটে।
]]>