মেট্রোরেলের যুগে দেশ, প্রথম চালক মরিয়ম
<![CDATA[
বহুদিন ধরেই দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বৈদ্যুতিক ট্রেন। স্বপ্ন থেকে স্পর্শের আঙিনায় এখন মেট্রোরেল। চাইলেই ধরা যাবে। ২৮ ডিসেম্বর উদ্বোধনের মধ্য দিয়ে সেই কল্পনা বাস্তবে রূপ নিয়েছে। ফলে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে দেশ।
দেশে আধুনিক গণপরিবহন ব্যবস্থায় মেট্রোরেলের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হয়েছে। আর এতে প্রথম চালক হিসেবে ইতিহাসের অংশ হয়েছেন গাজীপুরের মরিয়ম আফিজা। উদ্বোধনী যাত্রায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে মেট্রোরেল চালান তিনি। মেট্রোরেলের প্রথম নারীচালক হিসেবে ইতিহাসে নাম ওঠায় আনন্দে ভাসছে তার স্বজন ও এলাকাবাসী।
টঙ্গীর আউচপাড়া এলাকার বাসিন্দা মরিয়ম আফিজার এমন কৃতিত্বে উচ্ছ্বসিত পরিবারের সদস্যসহ স্থানীয়রা।
আনন্দ অশ্রুসিক্ত মরিয়মের বাবা হাজী মফিজ উল্লাহ্ সময় সংবাদকে বলেন, ‘মেধাবী মেয়ের স্বপ্ন ছিল পাইলট হবে। কিন্তু সে ইচ্ছাপূরণ না হলেও এখন মরিয়ম দেশের প্রথম মেট্রোরেল চালাচ্ছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়।’
আরও পড়ুন: ভোর থেকে মেট্রো স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়
মরিয়মের ট্রেন চালানো নিয়ে শুরুতে কিছুটা ভীত ছিলেন তার মা। পরে এক বছর প্রশিক্ষণে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় ধীরে ধীরে কেটে গেছে সেই ভীতি। স্বপ্নের মেট্রোরেল বাস্তবায়ন ও প্রথম নারীচালক হিসেবে মরিয়মকে বেছে নেয়ায় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তার মা দেলোয়ারা বেগম।
টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন মরিয়ম আফিজা। ২০১১ সালে টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার স্কুল থেকে এসএসসি ও ২০১৩ সালে শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পান মরিয়ম। পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২১ সালের ২ নভেম্বর ট্রেন অপারেটর পদে নিয়োগ পান তিনি।
]]>