মেয়র কাপে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শাটলাররা
<![CDATA[
ঢাকার ৬৪টি ওয়ার্ড নিয়ে শুরু হয়েছে মেয়র কাপ ২০২৩ এর ব্যাডমিন্টন প্রতিযোগিতা। পল্টনের শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোরে প্রথমবারের মতো অংশ নিয়ে উচ্ছ্বসিত শতাধিক প্রতিযোগী। ঢাকায় ইনডোর ব্যাডমিন্টন কোর্টের অভাবের কথা তুলে ধরেন শাটলাররা।
ফয়সাল-তুষারদের জন্য নতুন এক অভিজ্ঞতা। এর আগে বাড়ির ছাদে, পাড়া মহল্লায় ব্যাডমিন্টন খেললেও আন্তর্জাতিক ব্যাডমিন্টন কোর্টে খেলার অভিজ্ঞতা এবারই প্রথম।
ম্যাচটা জিতে আনন্দে আটখানা পুরনো ঢাকার এ জুটি। ওদের মতো এই অভিজ্ঞতার স্বাদ পেয়েছে ঢাকা দক্ষিণের শতাধিক শাটলার। মেয়র কাপ তাদের এই সুযোগ করে দিয়েছে। গত দুই আসরে ব্যাডমিন্টন ছিল না। তৃতীয় আসরে যার সংযুক্তি বাড়তি মাত্রা যোগ করেছে। প্রথমদিনই ৬৪ ওয়ার্ডের অংশগ্রহণে যা উৎসবে রূপ নেয়।
আরও পড়ুন: বছরের প্রথম গ্র্যান্ডস্লামে প্রত্যাশিত জয় তারকাদের
ওয়ার্ডে ওয়ার্ডে খেলার রীতিটা পুরনো। তবে মেয়র কাপ এটিকে প্রতিযোগিতায় রুপ দিয়েছে। অল্প জায়গায় খেলা যায় বলে শীতকালে ব্যাডমিন্টন খেলার জনপ্রিয়তা তুঙ্গে। তবে আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়াম না থাকায় অনেক প্রতিভা পরিচর্যা না পেয়ে অকালে যায় ঝরে। যেটা নিয়ে আক্ষেপ করতে দেখা যায় শাটলারদের।
তারা দাবি করেন, প্রতিটি ওয়ার্ডে কিছু ইনডোর ব্যাডমিন্টন স্টেডিয়াম তৈরি করে দেয়া হলে সেখান থেকে উঠে আসবে ভালো মানের খেলোয়াড়।
আরও পড়ুন: টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার ঐতিহ্য ফুটিয়ে তোলার দৃশ্য সবার মন কেড়েছে। আগামী আসরে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার একজন ফুটবলারকে এনে আসর উদ্বোধনের চেষ্টা করছে আয়োজকরা। এছাড়া অ্যাকাডেমি মাঠ তৈরি করার কথাও জানান তারা।
আয়োজকদের একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর বলেন, ‘আর্জেন্টিনা অথবা ব্রাজিলের একজন তারকা ফুটবলারকে আমাদের অনুষ্ঠানে আনা যায় কিনা, সেটা নিয়ে সর্বাত্মক চেষ্ট করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে একটা অ্যাকাডেমি করব। আমাদের মেয়র দুই-একটা জায়গাও দেখেছেন। ঢাকার দক্ষিণে মোট ৩৩টি মাঠ উম্মুক্ত করা হয়েছে। যেটা আমাদের জন্য বড় সাফল্য। এজন্য মাননীয় মেয়র মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞ।’
আগামী তিন দিন গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ করার পর, সেমি ফাইনাল আর ফাইনাল সরাসরি হবে দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের উপস্থিতিতে।
]]>




