মেয়র হানিফ ফ্লাইওভারে সিএনজি উল্টে আহত ৬
<![CDATA[
রাজধানীতে মেয়র হানিফ ফ্লাইওভারে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ ছয়জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আলী হোসেন (৬৮), তার স্ত্রী সালমা বেগম (৫৬), শ্যালকের স্ত্রী আলেয়া বেগম (৩৮), আলেয়ার মেয়ে খাদেজা আক্তার (৮), সিএনজি অটোরিকশা চালক আইনুল হক (৫০) এবং আরেক চালক আব্দুর রব (৩৫)।
আহত চালক আইনুল হক জানান, ধানমন্ডির পপুলার হাসপাতাল থেকে আলী হোসেন নামের ওই ব্যক্তিসহ চারজনকে নিয়ে দনিয়া এলাকায় যাচ্ছিলেন। চানখারপুল থেকে ফ্লাইওভারে উঠার সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে তাকে ওভারটেক করে চলে যায়। তখন মোটরসাইকেলটিকে সাইড দিতে গিয়ে সামনের একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে তিনিও অটোরিকশা থামানোর চেষ্টা করেন।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
তবে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশের লেনে উল্টে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি অটোরিকশা তাতে ধাক্কা দেয়।
আহত আলী হোসেন জানান, তাদের বাসা দনিয়া কলেজের পেছনে। তার শ্যালকের স্ত্রী আলেয়া বেগমকে ধানমন্ডিতে একটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে চারজন অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। তখনই দুর্ঘটনার শিকার হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ছয়জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুই-তিনজনের অবস্থা গুরুতর।
]]>