মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, ফেনী লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
ফেনী | তারিখঃ December 7th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 19 বার
শহর প্রতিনিধি->>
ফেনীর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া এ জরিমানা করেন।
অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ফেনীর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া বলেন, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ভেজাল রুখতে অভিযান অব্যাহত থাকবে।




