মেরামত হয়নি সড়ক, চরম দুর্ভোগে ৪৭ গ্রামের মানুষ
<![CDATA[
বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ-কাকাইলছে সড়ক ব্যবহারকারী অন্তত ৪৭টি গ্রামের মানুষ। গত মে মাসে সিলেট-হবিগঞ্জে ভয়াবহ বন্যায় আজমিরীগঞ্জের এই সড়কের অন্তত ৫ কিলোমিটারে কয়েকটি স্থানে বড় বড় ভাঙন দেখা দেয়। কিন্তু প্রায় ৬ মাস হয়ে গেলেও সড়কটি মেরামত করা হয়নি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সড়কটি ব্যবহারকারী হাজার হাজার মানুষ।
আজমেরীগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আজমিরীগঞ্জ-কাকাইলছে সড়ক বিভিন্ন স্থানে ভেঙে গেছে। কোনো কোনো স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথায়ও আবার বাঁশের সাঁকো, কোথাও কাঁদা মাটিতে ইট-পাথরের টুকরো ফেলে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্যমতে, অন্তত ১০ হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে। কিন্তু বিগত বন্যার পানিতে এ সড়কটি তলিয়ে যায়। এতে সড়কের বিভিন্ন অংশ ভেঙে দেখা দেয় খানাখন্দ। তিনটি অংশে বড় বড় ভাঙনসহ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় পুরো সড়ক। কিন্তু বন্যা পরবর্তী দীর্ঘদিনেও সরকারি কোনো বরাদ্দ না আসায় মেরামত হয়নি এ জনগুরুত্বপূর্ণ সড়কটি। তবে সরাসরি যান চলাচল বন্ধ থাকলেও কোনো কোনো স্থানে ভাঙা সড়কে চলছে ব্যাটারিচালিত টমটম। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা।
আজমিরীগঞ্জ স্থানীয় সরকার প্রকোশল বিভাগের উপজেলা প্রকোশলী আহমেদ তানজির উল্লাহ সিদ্দিকী জানান, গুরুত্বপূর্ণ এ সড়কটি বিগত বন্যায় বেশ কয়েকটি স্থানে ভেঙে যায়। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কারের জন্য দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই এ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা যাবে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যায় হবিগঞ্জের ৮৫১ কিলোমিটার সড়ক ও ১৮৭ মিটার ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। মেরামতের জন্য প্রয়োজন অন্তত ২৪৫ কোটি টাকা।
]]>




