মেলার শেষদিকে ক্রেতা আকর্ষণে বেড়েছে মূল্যছাড়
<![CDATA[
বাণিজ্য মেলার ২৭তম আসরের শেষ শুক্রবার আজ। এতে সকাল থেকেই দর্শনার্থী সমাগমে ভরপুর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। মেলা শেষদিকে হওয়ায় ক্রেতা আকর্ষণে দেয়া হচ্ছে মূল্যছাড়সহ নানা অফার।
বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীরা ব্যস্ত সময় পার করছেন কেনাকাটায়। অনেকে অবশ্য পরিবার নিয়ে এসেছেন ছুটির দিন উপভোগ করতে। একই সঙ্গে চলছে কেনাকাটা আর ঘোরাফেরা।
তবে পণ্যের দাম ও মান নিয়ে নেই কারো তেমন অভিযোগ। জমজমাট বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।
আরও পড়ুন: বাণিজ্য মেলার সময় বাড়বে কি না, জানা গেলো
দর্শনার্থীরা জানান, প্রায় সব স্টলেই ছাড় দেয়া হচ্ছে। মেলার শেষ ছুটির দিন হওয়ায় পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন তারা।
বিক্রেতারা বলেন, প্রথমদিকে ক্রেতা সমাগম কম থাকলেও শেষদিকে ভিড় বাড়ছে। তাই শেষ সময়ে বিক্রি বাড়ায় দেয়া হচ্ছে মূল্যছাড়সহ নানা অফার। আর জমজমাট বেচাকেনায় সন্তুষ্ট বিক্রেতারা।
তবে বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা জোন করা হলে ভালো হতো বলে মনে করেন দেশীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তারা।
তারা বলেন, বিদেশি স্টলগুলোর জন্য আলাদাভাবে স্টল সাজানোর পরিকল্পনা করা হলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই ভালো হয়।
উল্লেখ্য, এবার নির্ধারিত সময়েই শেষ হবে বাণিজ্য মেলা। ৩১ জানুয়ারি বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের আসর।
]]>




