বিনোদন

মেসিও একদিন এই চিত্রকর্মগুলো দেখবেন, প্রত্যাশা শিল্পীদের

<![CDATA[

ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের অবস্মরণীয় অর্জনে বুয়েন্স আয়ার্স জুড়ে চলছে নানা কর্মযজ্ঞ। লিওনেল মেসির প্রতি ভালোবাসায় আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের প্রধান রাস্তাগুলোতে আর্জেন্টাইন ফুটবলারদের জয়োল্লাসের চিত্রকর্ম ফুটিয়ে তুলছেন জনপ্রিয় চিত্রশিল্পীরা। তাদের প্রত্যাশা মেসি এসব পেইন্টিংস দেখবে। এছাড়াও, আর্জেন্টিনা জুড়ে জয়োল্লাসে তৈরি করা হচ্ছে নানা ধরনের ম্যুরাল।

মরুর বুকে একটা ঝড় তুলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফুটবলের সর্বক্ষেত্রে যার অর্জন তাক লাগিয়েছে পুরো বিশ্বকে। আর্জেন্টিনার দীর্ঘ ছত্রিশ বছরের শিরোপার তৃষ্ণা ঘুচিয়ে বীরদর্পে দেশে ফিরেছেন সর্বকালের সেরা এই ফুটবলার।

কাতারে আলবিসেলেস্তদের বিজয় উল্লাস ছড়িয়ে পড়েছে বুয়েন্স আয়ার্সের আকাশে বাতাসে। ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বীরের বেশে দেশে ফেরা মেসি-মারিয়াদের বরণে কি না করেছে উন্মুখ আর্জেন্টাইনরা। বুয়েন্স আয়ার্সের ওবেলিস্ক স্কয়ার পরিণত হয়েছিল জনসমুদ্রে।

শুধু তাই নয়, মেসিদের এমন অর্জনের প্রতি শ্রদ্ধার্ঘে আর্জেন্টিনার পথঘাট রাঙ্গিয়ে তোলা হচ্ছে চোখ ধাঁধানো সব চিত্রকর্মে। রঙ তুলির আচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে ম্যুরাল, মেসিদের ট্রফি উচিয়ে উল্লাসের নানা ছবি। এমন চিত্র দেখা যাচ্ছে বুয়েন্স আয়ার্সের অলিতে গলিতে।

আরও পড়ুন: মার দেল প্লাটায় আবেগাপ্লুত মার্টিনেজ

আর্জেন্টিনার জনপ্রিয় চিত্রশিল্পী ম্যাক্সি ব্যাগনাস্কো। তার হাতের ছোঁয়ায় রঙিন হয়ে উঠছে দেয়াল। স্প্রের রঙে ফুটে উঠছে লিওনেল মেসির হাতে কাঙ্ক্ষিত সেই শিরোপা আর তার সতীর্থদের উন্মাদনার চিত্র। ফুটে উঠছে ৩৬ বছরের অপেক্ষার অবসানের উল্লাসের মুহূর্ত।

শুধু মেসি নয়, আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছবিও আঁকছেন নতুন আঙ্গিকে। মার্টিনেজ, আলভারেজদের উচ্ছ্বাসের পেইন্টিং করে তাক লাগিয়ে দিচ্ছেন জনপ্রিয় এই চিত্রশিল্পী।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যোগাযোগের সবচেয়ে ভালো মাধ্যম হলো পেইন্টিংস। যখন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা মারা গেলেন তখনও আমি শহরের প্রধান ফটকের দেয়ালগুলোতে পেইন্টিংস করেছি। এবার মেসি ও আর্জেন্টিনা দলের এত বড় অর্জনে আমি নিজেকে পেছনে রাখতে চাই না। সেদিন আমি তাদের যেভাবে উদযাপন করতে, দেখেছি তা আমার মন ছুঁয়ে গেছে। তাই আমি মেসি ও তার সতীর্থদের উদযাপন পেইন্টিংসের মাধ্যমে ফুটিয়ে তুলেছি।’

আরও পড়ুন: উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা পেলেন যারা

এই চিত্রশিল্পী আরও বলেন, ‘আমি আশা করি, আমার এই চিত্রকর্মগুলো মেসিও একদিন দেখবেন।’

এরইমধ্যে বিশ্বসেরা ফুটবল তারকার এমন অর্জনে আর্জেন্টিনা জুড়ে নানা ধরনের ম্যুরাল, দর্শনীয় সব স্থাপনা তৈরিরও কর্মযজ্ঞ চলছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!