মেসিদের ছেড়ে যাচ্ছেন না স্ক্যালোনি
<![CDATA[
তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের আরাধ্য সোনালি ট্রফিটা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের কাতার জয়ের নেপথ্যে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন একজন লিওনেল স্ক্যালোনি। তারুণ্যের জয়গান আর স্ট্র্যাটেজিতে বিশ্বজয় করেছেন তিনি। নিত্যনতুন চ্যালেঞ্জে সূক্ষ্ম লড়াইটা চালিয়েছেন বুদ্ধি আর পরিকল্পনায়। তার কোচিং নৈপুণ্যে উৎসবে ভাসছে আকাশি-সাদারা।
বিশ্বকাপ ছাড়াও গেল বছর তার অধীন কোপা আমেরিকার শিরোপাও জিতেছে আর্জেন্টিনা। ফলে কোচ স্কালোনিকে যে হাতছাড়া করতে চাইবে না তা বলাই বাহুল্য। আর স্ক্যালোনিরও কোনো ইচ্ছা নেই মেসিদের ছেড়ে যাওয়ার। তার চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েসনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।
জানা গেছে, বিশ্বকাপ শেষে বর্তমানে ছুটিতে রয়েছেন স্ক্যালোনি। ছুটি শেষে ফিরলেই নতুন চুক্তির আনুষ্ঠানিকতা সারা হবে। তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরেও মেসি ও তার সতীর্থদের হার না-মানা মানসিকতায় বাজিমাত। এমন সাফল্যে স্ক্যালোনির অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩৬ বছর ধরে হন্যে হয়ে শিরোপার খোঁজে থাকা দলটিকে এক সুতোয় বেঁধেছেন তিনিই।
আর্জেন্টাইন ফুটবল প্রধান তাপিয়া বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে সে-ই আর্জেন্টিনার প্রধান কোচ থাকছে। আমরা দুজনেই এক কথার মানুষ। আমরা হাত মিলিয়েছি ও চুক্তি নবায়নে সম্মত হয়েছি। সে (ছুটি কাটিয়ে) ফেরামাত্রই আমরা এটা (চুক্তির বিষয়টি) চূড়ান্ত করব।’
আরও পড়ুন: মেসি গোল্ডেন বল জেতায় আগুয়েরোর পকেটে গেল লাখ লাখ টাকা
একটা সোনালি ট্রফির জন্য কত অপেক্ষা কত তিতিক্ষা। তিন যুগের দীর্ঘ অপেক্ষার অবসান হয় অবশেষে। একজন মেসির হাতে উঠল পরম আরাধ্যের সেই ট্রফিটা। সে জয়ের অনুঘটক একজনই। মেধায় আর স্ট্র্যাটেজিতে যে ছাপিয়ে গেছে বিশ্বের যেকোনো কোচকে। যিনি আর্জেন্টাইনদের জয়ের নেপথ্য কারিগর।
অভিজ্ঞতা কিংবা বয়সে পিছিয়ে আছেন বিশ্বের অনেক কোচের তুলনায়। কিন্তু স্ট্র্যাটেজিতে ধুরন্ধর এক কোচ লিওনেল স্ক্যালোনি। তারুণ্যের জয়গানে তীব্র আত্মবিশ্বাসী এই মাস্টারমাইন্ডের পরিকল্পনার কাছে হার মানবে যেকোনো কিছু। সে পরিকল্পনার ফসল হিসেবেই দলকে জিতিয়েছেন কোপা আমেরিকা আর ফিনালিসিমা। টানা ৩৬ ম্যাচ একটা দলকে অপরাজিত রাখার রেকর্ডে অন্তর্ভুক্ত করেছেন এই আলবিসেলেস্তে বস।
পরিকল্পনায় সেরা এই কোচ সদ্য সমাপ্ত বিশ্বকাপে অকপটেই নিয়েছেন দারুণ সব চ্যালেঞ্জ। বিশ্বকাপে দলকে যিনি ম্যাচের পরিস্থিতি হিসাবে খেলিয়েছেন ভিন্ন ভিন্ন ফরমেশনে। তারুণ্যের জয়গানে ইতিহাসের সর্বোচ্চ প্রাপ্তিটাও এখন স্ক্যালোনির ঝুলিতে। এই আর্জেন্টাইন কোচ ইতিহাসের তৃতীয় সফল কোচ, যিনি একই সঙ্গে একটি দলকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ শিরোপা জিতিয়েছেন। উৎসবে ভাসানো এমন কোচকে কেই-বা ছাড়তে চায়!
]]>




