মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
<![CDATA[
লিওনেল মেসি ফের আর্জেন্টিনার ত্রাতা। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে লিদ এনে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
প্রথমার্ধে নিষ্প্রভ লিওনেল মেসি জ্বলে উঠলেন দ্বিতীয়ার্ধে। মেক্সিকান ডি বক্সের বাইরে বল পেয়ে দূরপাল্লার শটে পরাস্ত করলেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়াকে। ডি মারিয়ার পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে টিকিয়ে রাখলেন বিশ্বকাপে।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটের মাথায় ডি বক্সের ঠিক বাইরে মেসিকে ফেলে দেয় মেক্সিকোর ডিফেন্ডাররা। বিপজ্জনক জায়গা থেকে মেসির ফ্রি কিক গোলবার উচিয়ে চলে যায় মাথের বাইরে। ৫৫ মিনিটে মেক্সিকোর ডিবক্সে ঐক্যবদ্ধ আক্রমণ শানায় আর্জেন্টিনা, কিন্তু শেষ পর্যন্ত জাল খুঁজে পেতে ব্যর্থ হয় তারা। ৫৭ মিনিটে গুইডো রদ্রিগেজকে তুলে এনজো ফার্নান্দেজকে নামান কোচ স্ক্যালোনি।
এই অর্ধে কিছুটা গোছানো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। মেক্সিকোর রক্ষনভাগে চাপ তৈরি করতে থাকেন মেসি। তবে অ্যাাটকিং থার্ডে গিয়ে মুখ থুবড়ে পড়ছিল আর্জেন্টিনার সকল চেষ্টা। ৬২ মিনিটে জোড়া খেলোয়াড় বদল করেন স্ক্যালোনি। লাউতারো মার্টিনেজ ও মন্তিয়েলকে তুলে আলভারেজ ও মলিনাকে নামান।
]]>




