মেসির মঞ্চে জ্বলে উঠলেন রোনালদো, আরেকটি রেকর্ড
<![CDATA[
বিশ্ব ফুটবলে বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কাতারে নিজেদের শেষ বিশ্বকাপ খেলতে নেমে ছন্দে আছেন দুজনই। সবশেষ লুসাইল স্টেডিয়ামে জাদু দেখিয়ে দলকে জেতান মেসি। এবার সেই ভেন্যুতেই রাঙাচ্ছেন রোনালদো। এরই মধ্যে তার গোলে এগিয়ে গেছে পর্তুগাল।
প্রথমার্ধজুড়ে গোলখরার পর ম্যাচের ৫৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। দারুণ একটা ক্রস করেছিলেন ব্রুনো। দৌড়ে এসে রোনালদো হালকা স্পর্শেই জড়িয়ে দেন জালে। লুসাইল মেতে উঠে লাল উৎসবে।
এদিকে, রেকর্ডের বরপুত্র এদিন বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে টানা দুই ম্যাচে গোল দিয়ে রেকর্ড গড়লেন। এছাড়া জাতীয় দলের হয়ে ১১৯ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সিআরসেভেন।
সোমবার (২৮ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় পর্তুগাল। বল দখলেও একচেটিয়া আধিপত্য ধরে রাখে রোনালদো বাহিনী। তবে তেমন জোরাল সুযোগ তৈরি হয়নি।
আরও পড়ুন: পরীক্ষা নিতে ব্যর্থ রোনালদোর পর্তুগাল, সুযোগ মিস উরুগুয়ের
পর্তুগালের আক্রমণের তোপে প্রথমদিকে অতি রক্ষণাত্মক ফুটবল খেলেছে উরুগুয়ে। কাভানিরা আক্রমণের চেয়ে নিজেদের রক্ষণের দিকেই বেশি মনোযোগ দিয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণে উঠে আসে তারাও।
৩২তম মিনিটে তেমনি এক প্রতি-আক্রমণে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রড্রিগো বেনটাঙ্কুর। কিন্তু ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক বরাবর শট নেন টটেনহ্যাম হটস্পারের এই মিডফিল্ডার। এরপর দু্ই দল সমানতালে লড়লেও কোনো সুযোগ তৈরি হয়নি সেভাবে।
]]>




