খেলা

মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান বোল্ট

<![CDATA[

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল সামনে রেখে অনুশীলন করেছে আর্জেন্টিনা। ডাচদের সঙ্গে গেল কয়েক বছর ধরেই লড়াইটা বেশ জমে উঠেছে আর্জেন্টিনার। পুরানো অনেক হিসাব বাকি আছে দুদলের। ডাচদের দুর্দান্ত পারফরম্যান্স মাথায় রেখে সতর্ক মেসিরা। এদিকে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাতে বিশ্বকাপের শিরোপা দেখতে চান ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা উসাইন বোল্ট। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতবে বলেই আশা জ্যামাইকান তারকার।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। ঘুরেফিরে সবার স্মৃতিতে ভেসে আসছে ১৯৯৮ সালের বিশ্বকাপের শেষ আটের সে ম্যাচের স্মৃতি। সেবার স্তাদে ভেলোদ্রমে, ওর্তেগা, ক্লাউডিও লোপেজদের কাঁদিয়ে ম্যাচ জিতে নিয়েছিল নেদারল্যান্ডস। সে ম্যাচে পাট্রিক ক্লুইভার্টের গোলের পর ম্যাচের অন্তিম মুহূর্তে ম্যাচ উইনিং গোল করেন বার্গক্যাম্প। আর তাতেই ফ্রান্সের স্তাদে ভেলোদ্রমে শুরু হয় কমলা উৎসব। সে আনন্দে নীরবে কেঁদে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ম্যাচে মেজাজ হারিয়ে অখেলোয়াড়সুলভ আচরণে লাল কার্ড দেখেন ওর্তেগা।

১৯৯৮ সালের বিশ্বকাপের শোধ আর্জেন্টিনা নেয় ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে। বিশ্ব ফুটবলে নেদারল্যান্ডসের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচের উত্তাপ সেই থেকে পেয়েছে ভিন্ন মাত্রা। কোয়ার্টারে ডাচদের পেয়ে সতর্ক আর্জেন্টিনা। কাতারের দোহার ইউনিভার্সিটি মাঠে দল নিয়ে অনুশীলনে বেশ সতর্ক ছিলেন স্ক্যালোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে আলবিসেলেস্তেরা। নেদারল্যান্ডসের বিপক্ষেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চান মেসিরা।

আরও পড়ুন:মেসিকে ভালোবাসেন ব্রাজিলিয়ানরাও

ক্যারিয়ারে অনেক রেকর্ডের মালিক লিওনেল মেসির বিশ্বকাপের নকআউট পর্বে গোল অধরাই ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে খরাও কাটিয়েছেন। নিজের শেষ বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তোলার দিকে চোখ তার। কারণ এবারই দলকে শিরোপা জেতানোর শেষ সুযোগ মেসির সামনে। তা নাহলে আক্ষেপে পুড়তে হবে আজীবন।

 

মেসির মতোই আর্জেন্টিনার বিশ্বকাপ দেখার স্বপ্ন দেখেন ট্রাক অ্যান্ড ফিল্ডের রাজা উসাইন বোল্ট। জ্যামাইকান বজ্রবিদ্যুৎ ছোটবেলা থেকেই আর্জেন্টিনার অন্ধ সমর্থক। বিশ্বকাপে ব্রাজিল, ফ্রান্সকেও ফেবারিট হিসেবে রাখছেন বোল্ট। তবে, তার প্রত্যাশা মেসির হাতেই উঠবে কাতার বিশ্বকাপের শিরোপা।

অলিম্পিকে স্বর্ণজয়ী সাবেক স্প্রিন্টার বলেন, ‘আর্জেন্টিনা আমার প্রিয় দল। আমি চাই ওরই এবার বিশ্বকাপ জিতুক। মেসির জন্য হলেও এবার আর্জেন্টাইনদের ভালো খেলা উচিত।’

বোল্ট আরও বলেন, নানা কাজে ব্যস্ত থাকলেও নিয়মিত আর্জেন্টিনার খেলা দেখেন তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!