মেসি-নেইমার-এমবাপ্পে ম্যাজিকে জয় পিএসজির
<![CDATA[
লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইকে ভালোই চমকে দিয়েছিল পয়েন্ট টেবিলের সেরা দশের বাইরের দল ত্রয়ে। শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়া পিএসজিকে অবশ্য জয় বঞ্চিত করতে পারেনি তারা। আক্রমণভাগের ত্রয়ী জ্বলে ওঠায় ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। দারুণ লড়াই করেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ত্রয়েকে।
শনিবার (২৯ অক্টোবর) লিগ ওয়ানের ম্যাচে দুবার পিছিয়ে পড়েও জয় পেয়েছে পিএসজি। আক্রমণভাগের ত্রয়ী মেসি-এমবাপ্পে-নেইমার ও কার্লোস সোলেরের গোলে ৪-৩ গোলে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। ত্রয়ের পক্ষে জোড়া গোল করেন মামা বালদে। বাকি গোলটি অ্যান্টে পালাভারসারার।
এদিন পিএসজির মাঠে শুরুতেই এগিয়ে যায় ত্রয়ে। ডিবক্সের ভেতরে পিএসজির ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে রণই লোপেজ টোকা দিয়ে বল বাড়ান মামা বালদের উদ্দেশ্যে। জোরাল ভলিতে গোল করেন তিনি।
আরও পড়ুন:মেসি বিশ্বকাপ জিতলে সবচেয়ে খুশি হব: ইনিয়েস্তা
পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের গোলপোস্টে প্রথম শট নিতে পিএসজির অপেক্ষা করতে হয় ১৯ মিনিট পর্যন্ত। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া এমবাপ্পের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
তবে, পাঁচ মিনিট পর নেইমার-সোলেরের বোঝাপড়ায় সমতায় ফেরে পিএসজি। বক্সের বাইরে থেকে নেইমারের থ্রুপাস নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে গোল করেন সোলের।
প্রথমার্ধের শেষ দিকে ত্রয়ের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি পিএসজি। গোলের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান ত্রয়ে গোলরক্ষক গোৎচিয়ে গেলোঁ।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ফের লিড নেয় সফরকারীরা। গিনির ফরোয়ার্ড বালদে পিএসজির ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন।
আরও পড়ুন:প্রিমিয়ার লিগে সিটিকে আতিথ্য দেবে লেস্টার, রাতে মাঠে নামছে মেসি-নেইমাররাও
তবে, ৩ মিনিট পরেই পিএসজির ত্রানকর্তার রূপে হাজির লিওনেল মেসি। বক্সের বেশ বাইরে থেকে আচমকা বাঁ পায়ের শট নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বল দারুণ বা৬ক খেয়ে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ৬২ মিনিটে মেসি-নেইমার যুগলবন্দীতে এগিয়ে যায় পিএসজি। মেসির থ্রু-পাস ধরে কোনাকুনি শটে গোল করেন পিএসজির ১০ নম্বর জার্সি পরিহিত নেইমার।
৭৫ মিনিটে ত্রয়ে ডিফেন্ডার এরিক পালমার-ব্রাউনের বোকামিতে পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে ব্যবধান বাড়ান এমবাপ্পে।
৮৮ মিনিটে অ্যান্টে পালাভারসা হেডে গোল করলে ম্যাচ জমে ওঠে। তবে ম্যাচের বাকি সময় কোন পক্ষ আর গোল করতে পারেনি।
লিগে এখন পর্যন্ত অপরাজিত পিএসজির এটি ১১তম জয়। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দলটি।
]]>




