মেহেরপুরে ভ্যান উল্টে বাবা নিহত, ছেলে আহত
<![CDATA[
মেহেরপুরের গাংনীতে ব্যাটারিচালিত ভ্যান উল্টে ইব্রাহিম জোয়াদ্দার (৫০) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে ইসরাফিল হোসেন (২০)।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আড়পাড়া-কড়ুইগাছি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম জোয়াদ্দার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মুরগি ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, ভোরে ইব্রাহিম জোয়ার্দার ও তার ছেলে নিজস্ব ভ্যানে করে নিজ গ্রাম থেকে আড়পাড়া গ্রাম হয়ে কড়ুইগাছি গ্রামের দিকে মুরগি কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ভ্যান চালাচ্ছিল তার ছেলে ইসরাফিল। আমিও মুরগি কেনার জন্য পাশাপাশি আরেকটা (বিকল্প) রাস্তা দিয়ে একই স্থানে যাচ্ছিলাম।
আরও পড়ুন: সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ১০
তারা বড় বামন্দী গ্রামের কাছাকাছি পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয় এবং আহত ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ব্যাটারিচালিত ভ্যান উল্টে এক মুরগি ব্যবসায়ী মারা গেছেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
]]>




