মেহেরপুরে সড়কে গাছ ফেলে গণডাকাতি
<![CDATA[
মেহেরপুরের গাংনী উপজেলায় সড়কে গাছ ফেলে কয়েক ঘণ্টাব্যাপী গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পথচারীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত বামন্দী পুলিশ ক্যাম্পের অদূরে বামন্দী-দেবিপুর সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বামন্দী পুলিশ ক্যাম্পের অদূরে সড়কের পাশে অবস্থান নেয় ১০ থেকে ১২ ডাকাত। সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে পথচারীদের থামতে বাধ্য করে। এ সময় মোটরসাইকেল, ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন আটকে চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে নগদ টাকা ছিনিয়ে নেয়। পথচারীদের ব্যবহৃত সোনার গহনা ছিনিয়ে নেয়। ঘণ্টা তিনেক ডাকাতের তাণ্ডবের পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় পালিয়ে যায় ডাকাতরা।
আরও পড়ুন: মাদারীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
স্থানীয়রা জানান, চার মাস আগেও একই স্থানে ডাকতির ঘটনা ঘটেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সারোয়ার বলেন, ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।
]]>




