মেয়েরাই সাইবার অপরাধের শিকার হচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
<![CDATA[
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে সাইবার অপরাধ বিস্তার লাভ করেছে। এতে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে আমাদের দেশের মেয়েরা এ অপরাধের শিকার হচ্ছে। তবে এ অপরাধ নিরসনে বর্তমানে আমরা সাইবার ক্রাইম ইউনিট গঠন করেছি।
শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ( জিএমপি ) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পুলিশ লাইনসে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, কয়েক বছর আগের পুলিশ প্রশাসনের সঙ্গে বর্তমান পুলিশের অনেক পার্থক্য। কোনো ক্রাইম হলে বর্তমান পুলিশ বুদ্ধিমত্তার সঙ্গে তা দ্রুত সমাধান করছে। উন্নত দেশে পদার্পণ করতে হলে, অবশ্যই আমাদের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে। আর শান্তি রক্ষা করতে হলে অবশ্যই আমাদের সিকিউরিটির ব্যবস্থা উন্নত করতে হবে। শান্তিরক্ষার জন্য শুধু পুলিশ নয় পাশাপাশি অন্যান্য যে বাহিনী রয়েছে তাদের আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি।
আরও পড়ুন: সন্ত্রাসবাদ মোকাবিলায় জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
এসময় তিনি আরও বলেন, গাজীপুরকে যানজট মুক্ত করতে হবে। গাজীপুরে যানজটের অন্যতম কারণ বিআরটিএ প্রকল্পের ঠিকাদার। দ্রুত কাজ শেষ করার জন্য গাজীপুরের দুই মন্ত্রীকে তাদের চাপ দেয়ার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
এরআগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর জেলা পুলিশ লাইনস ময়দান থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে অতিথিরা কেট কেটে, পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাতে গাজীপুর পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর মহানগরের নবগঠিত আটটি থানা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর যাত্রা শুরু হয়।
]]>




