বিনোদন

মোংলায় চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে বিক্ষোভ

<![CDATA[

মোংলায় গরিব ও অসহায় হতদরিদ্রদের প্রধানমন্ত্রীর উপহারের চালে মাপে কম ও পরিবর্তন করে দেয়াসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগে মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলসহ অন্যান্য চেয়ারম্যানদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে ভুক্তভোগী সহস্রাধিক নারী-পুরুষরা।

মোংলা উপজেলায় একটি পৌরসভাসহ ৬টি ইউনিয়নে প্রায় আড়াই লক্ষ লোকের বসবাস। এর মধ্যে হতদরিদ্র দুঃস্থ নারীদের সরকারীভাবে (ভি ডাব্লিউ ডি)’র খাদ্য সহায়তার আওতায় রয়েছেন ২ হাজার ৭২৪ জন নারী।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন তারা। এছাড়া নদী ও খালে জাটকা সংরক্ষণ অভিযান চলাকালীন জেলেদের দুই মাসে ১৬০ কেজি ও সামুদ্রিক মাছ ধরা বন্ধের সময় জেলেদের জন্য দুই মাসে ৮৬ কেজি চাল সরকারীভাবে বরাদ্দ রয়েছে। মোংলা উপজেলায় দুই ক্যাটাগরির জেলের সংখ্যা রয়েছে ৫ হাজার ৫১৫জন।

 

অভিযোগ রয়েছে দীর্ঘদিন থেকে এ সকল গরিব ও অসহায় দুঃস্থ নারী-পুরুষ ও জেলেদের সরকার থেকে পাওয়া চাল বিতরণের সময় তা মাপে কম ও সেদ্ধ চালের পরিবর্তে নিম্নমানের আতপ চাল বিতরণ করছে ইউপি চেয়ারম্যানরা। এর সাথে জড়িত রয়েছে খাদ্য গুদামের কিছু অসাধু কর্মকর্তা ও একটি চোরাকারবারি চক্র।

 

গত ২৩ আগস্ট থেকে পর্যায়ক্রমে এ চাল বিতরণ করা হলে ঘটনাটি স্থানীয়দের মধ্যে প্রকাশ পায়। পরে বিষয়টি নিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিচারের দাবীতে মাববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা। এ সময় চেয়ারম্যান, খাদ্যগুদাম কর্তৃপক্ষ এর সাথে জড়িত চোরাকারবারীদের বিচারের দাবী জানান তারা।

 

আরও পড়ুন:  মোংলায়-১৭-দফা-দাবিতে-নৌ-শ্রমিকদের-মানববন্ধন

 

এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উৎপল মন্ডল নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন নিরীহ এলাকাবাসীর উপর। ইউনিয়নে আসা সরকারি বিভিন্ন সহায়তার কার্ড চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল নিজের লোকদের বণ্টন করেন। তিনি বাংলাদেশ সরকারের খোলা বাজারে চাউল বিক্রির কর্মসূচীর অংশ হিসেবে ফেয়ারপ্রাইচ (ওএমএস) এর কার্ডে গরীব, অসহায় ও দুস্থ মানুষের নাম কর্তন করে চেয়ারম্যান নিজের পছন্দের লোকদের কার্ড দিয়েছেন ও সরকারের দেওয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজের অনিয়ম এবং দুর্নীতি করেছেন তিনি বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

 

সকল অভিযোগ অস্বীকার করে মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল বলেন, পরিষদের সব কাজ নিয়ম অনুযায়ী চলছে। আমি সব সময় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কাজ করছি। এছাড়া আমি কোন পছন্দের লোকদের তালিকা তৈরি করি নাই, তালিকা তৈরি বা অন্যান্য উন্নয়ন মূলক সকল কার্যক্রমে আমার ইউপি সদস্যরা সাথে রয়েছে। এছাড়া মাপে কম বা নিম্নমানের কোন চাল বিতরন করা হয়নি, একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

 

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, এলাকা থেকে অভিযোগ পেয়েছি, আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে এ বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নিবো।

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!