মোংলায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট
<![CDATA[
মোংলায় প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে দিনদুপুরে একের পর এক ঘটছে চুরি-ডাকাতির ঘটনা। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পৌর শহরের বসবাসরত সাধারণ মানুষ। বুধবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে মোংলা পোর্ট পৌর শহরের শেহালাবুনিয়া জিয়া সড়কের কাজীবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়।
থানার অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী পরিবার জানায়, ছেলে প্রবাসে থাকায় আমেনা বেগম নামে এক বৃদ্ধা মোংলা পোর্ট পৌর শহরের ৮নং ওয়ার্ড শেহালাবুনিয়া জিয়া সড়কের নিজ ভবনে বসবাস করতেন। তিনি অসুস্থ থাকায় দুদিন আগে চিকিৎসার জন্য ঢাকায় আসেন। এতে বাড়িতে কেউ না থাকার সুযোগে কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ঘরের দরজার তালা ভেঙে ভেতরে গিয়ে স্টিলের আলমারির ড্রয়ার তালা ও লকার ভেঙে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
এ ছাড়া ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও বেশকিছু প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে ২০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।
আরও পড়ুন: নরসিংদীতে দিনদুপুরে ডাকাতি
এ ঘটনায় বুধবার দুপুরে আমেনা বেগমের মেয়ে কবি আফরোজা হিরা বাদী হয়ে মোংলা থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, পৌর শহরে এক প্রবাসীর বাড়িতে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার লুটের ঘটনায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর মেয়ে কবি আফরোজা হিরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত করে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান থানার এ কর্মকর্তা।
আরও পড়ুন: দিনাজপুরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
গত দুই সপ্তাহে মোংলা উপজেলার ইউনিয়ন ও পৌর শহরের বেশ কয়েকটি বাড়িতে দিনদুপুরে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। এমন ঘটনা নিয়ে মোংলা এলাকায় বসবাসকৃত সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের সহায়তা কামনা করছেন এলাকাবাসী।
]]>




