বাংলাদেশ

মোংলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

<![CDATA[

মোংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে মা ডায়াগনস্টিক সেন্টারে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে অসহায় ও অসচ্ছল মানুষকে ফ্রি ওষুধ ও চিকিৎসাসেবা দেয়া হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চলা এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় অসহায় নারী-পুরুষ বিনা মূল্যে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।

প্রতিষ্ঠানটির পরিচালক শেখ কামরুজ্জামান জসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অতীতের মতো এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এর মাধ্যমে অসহায়-গরিব মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে ১০ ব্যক্তির মরণোত্তর দেহদান ঘোষণা

শেখ রাসেল অক্সিজেন ব্যাংক ও শেখ আবদুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান জমিস ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন সানি ও ছাত্রলীগ নেতা মো. সাগর, রুবেল খান, মো. মামুনসহ অনেকে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!