মোংলা ইপিজেডে ভয়াবহ আগুন
<![CDATA[
মোংলা ইপিজেডে ভারতীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিআইপি-১নং ইউনিট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতে খবর পাওয়া যায়নি।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ‘ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় হঠাৎ আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফেব্রিক্স ছিল। অগ্নিকাণ্ডের সময় ইপিজেড কর্তৃপক্ষ সকল প্রতিষ্ঠানকে ছুটি ঘোষণা করলে
দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকরা বেরিয়ে পড়ে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।’
আরও পড়ুন: পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান
মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আরবেশ আলী বলেন, ‘বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবরে খুলনা, বাগেরহাট ও বন্দরের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’
ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। কারখানাটিতে কতজন শ্রমিক ছিল তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।
]]>