খেলা

মোংলা বন্দরে পৌঁছাল বঙ্গবন্ধু রেল সেতুর ১২তম চালান

<![CDATA[

মোংলা বন্দর জেটিতে পৌঁছেছে যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর স্টিলের পাইপ (যন্ত্রাংশ ও মালপত্র) নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বেলিজ পতাকাবাহী ‘এম ভি ইয়ং শুন’ জাহাজ।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বন্দরের ৭ নম্বর জেটিতে নঙ্গর করে। এ জাহাজে তিন হাজার ৫০৩ দশমিক ৪৫৫ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি মোংলা বন্দরে পৌছায়। এটি বঙ্গবন্ধু রেল সেতুর স্টিল পাইপের ১২তম চালান।

বিদেশি জাহাজ ইয়ং শুনের স্থানীয় শিপিং এজেন্ট ‘হক এন্ড সন্স লিমিটেডের খুলনার ব্যবস্থাপক মো. শওকত আলী বলেন, বুধবার সন্ধ্যায় জাহাজটি পৌঁছানোর পর রাত থেকেই মেশিনারি পণ্য খালাস শুরু হয়। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে সেগুলো নদী পথে সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে।

মেশিনারির পণ্য খালাসকারী শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বি এন্ড এম রহমানের খুলনার ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, গত ৬ নভেম্বর ভিয়েতনামের ফুমে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে ইয়ং শুন জাহাজটি। ২৪ ঘণ্টার মধ্যেই জাহাজ থেকে মেশিনারি পণ্য খালাস করা হবে। এর আগে ১১টি জাহাজে আসা বঙ্গবন্ধু রেল সেতুর ৪০ হাজার মেট্রিক টন মেশিনারি পণ্য খালাস করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: আগামী জুনের মধ্যে পদ্মা সেতুতে চলবে ট্রেন

মোংলা বন্দরের হারবার বিভাগ জানায়, দেশের চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। যেটির বাস্তবায়ন এখন দৃশ্যমান। রেল সেতুর মেশিনারি পণ্যের চালান মোংলা বন্দর দিয়ে আমদানি হওয়ায় এ বন্দরের যে সমতা বেড়েছে তার একটি উদাহরণ। এছাড়া ইতো মধ্যে দেশের সবকটি মেঘা প্রকল্পের মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে, যা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু হচ্ছে দেশের সর্ববৃহৎ রেল সেতু। মোট ৫০টি পিলারের ওপর গড়ে উঠবে চার দশমিক আট কিলোমিটার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এ সেতু। এ সেতুর নির্মাণকাজ শেষ হলে বিশ্বের দরবারের বাংলাদেশর সুনার আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!