মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে খাদে হানিফের বাস, নিহত ১
<![CDATA[
নীলফামারীর সৈয়দপুরে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে ১৩ জন বাসযাত্রী আহত হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বাইপাস সড়কের বসুনিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোখছেদুল ইসলাম (৫০)। তিনি বোতলাগাড়ী এলাকার ইটভাটা ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোখছেদুল ইসলাম তার মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার জন্য মূল সড়েকে উঠলে পঞ্চগড় থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ভটভটির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে কলেজছাত্র নিহত
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে গেলে বাসে থাকা ১৩ জন যাত্রী আহত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
আহতরা হলেন- কল্যানী রানী দাস (৪০) পঞ্চগড়, সুজা রানী দাস (৩৮) পঞ্চগড়, আরমান রাজা (৪২) সৈয়দপুর, আব্দুল আলিম (২৬) নীলফামারী, সতীশ চন্দ্র (২৭) চিরিরবন্দর, রিনা রানী (১৭) সৈয়দপুর, নিখিল (৩০) পীরগঞ্জ, মানিক (২৪) চিরিরবন্দর, বাবু সরকার (৩৬) দিনাজপুর ও সুজন চন্দ্র (২৮) দিনাজপুর।
]]>