মোটরসাইকেলে ছিনতাইচেষ্টা, গ্রেফতার ৩
<![CDATA[
ঢাকার আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- মো. আল আমিন ওরফে মেহেদী, মো. সাগর ও আরিফ। তারা আশুলিয়ার বগাবাড়ি এলাকার বাসিন্দা।
মামলার বাদী এসআই মিলন ফকির বলেন, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় মোটরসাইকেলযোগে এক পথচারীর সব কিছু ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় জনতা ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আটক ছিনতাইকারীর দেয়া তথ্য মতে মঙ্গলবার অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তার দুই সহযোগীকে আটক করা হয়। রাতে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) তাদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: রাজধানীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই
তিনি আরও বলেন, গ্রেফতার ছিনতাইকারী চক্রটি মোটরসাইকেল ব্যবহার করে মহাসড়কের বিভিন্ন স্থানে টার্গেট করে ছিনতাই করে থাকে। এই চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসআই মিলন।
]]>




