খেলা

মোটরসাইকেল স্টার্ট নিতে দেরি করলে কী করবেন?

<![CDATA[

মোটরসাইকেল স্টার্ট নিতে দেরি করা একটি অন্যতম সমস্যা। শীতকালে এ সমস্যার বেশি সম্মুখীন হন বাইকাররা। এমন সমস্যায় কী করবেন জানা না থাকলে আজকের আয়োজন আপনার জন্য।

বাইক বা মোটরসাইকেল স্টার্ট নিতে দেরি হলে বুঝতে হবে বাইকটির বাড়তি যত্নের প্রয়োজন। তাই এ সময় আপনাকে যা করতে হবে–

১। এয়ার ফিল্টারে ধুলা-ময়লা জমলে বাইক স্টার্ট নিতে দেরি হয়। তাই নিয়মিত বাইকের এয়ার ফিল্টার পরিষ্কার রাখার চেষ্টা করুন।

২। এয়ার ফিল্টারের মতো বাইকের চেইনেও ময়লা জমলে এ সমস্যা দেখা যায়। তাই নিয়মিত পরিষ্কার করুন বাইকের চেইনও।

৩। শীতের কুয়াশা বাইকের অনেক ক্ষতি করে। এ সময় বাইক কুয়াশায় ভিজে যায়। যার প্রভাব পড়ে ব্যাটারিতেও। তাই ফাঁকা খোলা আকাশের নিচে বাইক না রেখে কোনো ছাদের নিচে রাখুন।

আরও পড়ুন: শীতের ভোগান্তি ডাস্ট এলার্জিতে কী করবেন

৪। বাইক সবসময় কভার দিয়ে ঢেকে রাখলে স্টার্ট নিতে দেরি হওয়ার সমস্যা অনেকটাই কমে আসে।

৫। শীতকালে বাইকের যেসব স্থানে গ্রিজ ব্যবহার করেন, সেখানে ইঞ্জিন ওয়েল ব্যবহার করুন। কেননা, শীতকালে গ্রিজ আরও জমে যায়।

৬। নিয়মিত ব্যাটারি চেকআপ করুন, যাদের বাইকে কিক অপশন নেই তাদের জন্য ব্যাটারি অনেক গুরুত্বপূর্ণ। অতিরিক্ত শীত বা গরমে ব্যাটারি সম্পূর্ণ ‘ডেড’ হয়ে যেতে পারে।

৭। শীতের সময় একটু বেশি ইঞ্জিনের যত্ন নিতে হবে। দিনের শুরুতে বাইক স্টার্ট দিলেই চলতে শুরু করবে না। ২-৩ মিনিট আইডল অবস্থায় রাখুন। এতে ইঞ্জিন গরমে হবে। ইঞ্জিন ওয়েল ইঞ্জিনের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়বে। এতে বাইক স্টার্ট নিতে দেরি করবে না বরং চালু হবে দ্রুত।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!