মোদিকে ‘গুজরাটের কসাই’ বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
<![CDATA[
‘সন্ত্রাসবাদে মদত দিচ্ছে পাকিস্তান’ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর জাতিসংঘে এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো বলেছেন, ‘আমি জয়শঙ্করকে মনে করিয়ে দিতে চাই, ওসামা বিন লাদেন মারা গেছে। তবে গুজরাটের কসাই এখনও বেঁচে আছে। তিনি এখন ভারতের প্রধানমন্ত্রী।’
এ সময় বিলওয়াল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার আগে তার (নরেন্দ্র মোদি) এই দেশে (যুক্তরাষ্ট্রে) প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এরা হলেন আরএসএস-এর প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, যারা হিটলারের এসএস থেকে অনুপ্রেরণা নিয়ে সৃষ্ট। ভারত সরকার মহাত্মা গান্ধীর মতাদর্শে বিশ্বাস করে না, বরং তাঁর গুপ্তঘাতকের মতবাদে বিশ্বাসী।’
সন্ত্রাসীদের হাতে তার মার (বেনজীর ভুট্টোর) প্রাণ হারানো নিয়ে বলেন, ‘আমরা সন্ত্রাসবাদে ভারতের চেয়ে অনেক বেশি প্রাণ হারিয়েছি, আমার মাসহ হাজার হাজার পাকিস্তানি সন্ত্রাসবাদের কারণে নিহত হয়েছে।’
আরও পড়ুন: মোদিকে ‘হত্যার আহ্বান’ জানানো সেই কংগ্রেস নেতা গ্রেফতার
বিলাওয়াল বলেন, সন্ত্রাসবাদের জন্য মুসলিম বিশ্বকে দায়ী করা ভুল। সন্ত্রাসবাদের কোনো ধর্ম বা অঞ্চল নেই। ২০০১ সাল থেকে মূলত মুসলিমরাই সন্ত্রাসবাদের লক্ষ্যবস্তু হয়েছেন। কিন্তু ভারত খুব চতুরভাবে মুসলিমদের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র মেলানোর চেষ্টা করে। ভারত খুব সহজেই এটা ভুলিয়ে দেবার চেষ্টা করে যে আমরাও সন্ত্রাসবাদের শিকার।
এর আগে বুধবার জাতিসংঘে দেয়া ভাষণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২০০১ সালে সংসদে হামলা ও আল কায়দাপ্রধান ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে পাকিস্তানকে আঘাত করেন।
]]>




