খেলা

মোদির আমন্ত্রণে ভারত সফরে যুবরাজ সালমান

<![CDATA[

নভেম্বরে ভারত সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে মধ্য নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-টোয়েন্টি সামিটে যাওয়ার সময় এক দিনের সফরে ভারতে আসবেন যুবরাজ সালমান।

সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, নভেম্বরের ১৪ তারিখে ভারতে আসবেন প্রিন্স সালমান। গুরুত্বপূর্ণ কিছু বৈঠকের পর সেদিনই তিনি বালির উদ্দেশে রওনা দেবেন। 

 

সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুবরাজ সালমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। এ কারণে যুবরাজের এই সফর, এমনটাই জানিয়েছে এনডিটিভি।

 

আরও পড়ুন: সৌদি যুবরাজ মোহাম্মদ কতটা বিপজ্জনক?

 

তারা আরও জানায়, সফরে যুবরাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকের পাশাপাশি দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী পিয়ুস গোয়েল, জ্বালানিমন্ত্রী হরদ্বীপ সিং পুরি এবং বিদ্যুৎমন্ত্রী আর কে সিংয়ের সঙ্গেও বৈঠক করবেন। 

 

এর আগে ২০১৯ সালে নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফর করেন যুবরাজ সালমান। এ সময় তিনি মোদিকে ‘বড় ভাই’ বলে অভিহিত করেছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!